Crime

এক দিকে মাথা, আর অন্য দিকে দেহ, দিল্লিতে উদ্ধার ট্যাটু শিল্পীর দেহ

২২ বছর বয়সী এক ট্যাটু আর্টিস্টের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দিল্লির ময়ূরবিহার এলাকায়। রবিবার দিল্লি জল বোর্ডের একটি ফাঁকা জায়গায় মুণ্ডহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই ট্যাটু আর্টিস্টের দেহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৭:২৫
Share:

প্রতীকী ছবি।

২২ বছর বয়সী এক ট্যাটু আর্টিস্টের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দিল্লির ময়ূরবিহার এলাকায়। রবিবার দিল্লি জল বোর্ডের একটি ফাঁকা জায়গায় মুণ্ডহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই ট্যাটু আর্টিস্টের দেহ।

Advertisement

পুলিশসূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই ট্যাটু আর্টিস্টের। এক পথচারীর নজরে আসে ওই মুণ্ডহীন দেহ। তিনিই রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বিষয়টি পুলিশকে জানান।

মৃত ওই ট্যাটু শিল্পীর নাম বাবলু। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে যে, বাবলু আসলে বিহারের বাসিন্দা।

Advertisement

আরও পড়ুন: ভল্ট থেকে সাড়ে ৮৪ লক্ষ টাকা গায়েব করে দিলেন এই ব্যাঙ্ককর্মী!

পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার পঙ্কজ সিংহের কথায়, ‘‘যে জায়গায় ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাটি আসলে দিল্লি জল বোর্ডের। বাবলুর দেহের পাশেই পড়ে ছিল তাঁর মাথা। ’’

পঙ্কজ সিংহ আরও জানিয়েছেন যে, বাবলুর দেহ সনাক্ত করেছেন তাঁরই ভাই। ময়ূরবিহার এলাকাতেই বাবলুর সঙ্গে থাকতেন তাঁর ভাই।

আরও পড়ুন: কেমন ফাঁস দিলে কেমন দাগ? রজত খুনের আগে ইন্টারনেটে সার্চ

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অন্যত্র খুন করার পর বাবলুর দেহ ওই জায়গায় ফেলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে ওই ট্যাটু আর্টিস্টের দেহ।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement