Headmaster

মত্ত অবস্থায় খুদে পড়ুয়াদের সঙ্গে ক্লাসের মধ্যে নাচলেন প্রধানশিক্ষক! খবর চাউর হতেই সাসপেন্ড প্রধানশিক্ষক

অভিযুক্ত প্রধানশিক্ষকের নাম লক্ষ্মীনারায়ণ সিংহ। ক্লাসের ভিতরে মোবাইলে গান চালিয়ে নাচতে শুরু করেন। অভিযোগ, তাঁর সঙ্গে ছাত্রীদেরও গানের তালে নাচতে বলেন প্রধানশিক্ষক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৭:০০
Share:

অভিযুক্ত প্রধানশিক্ষক লক্ষ্মীনারায়ণ সিংহ। ছবি: সংগৃহীত।

মত্ত অবস্থায় খুদে পড়ুয়াদের সঙ্গে ক্লাসে নাচছেন প্রধান শিক্ষক। এমন খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়াদের অভিভাবকেরা। বিষয়টি নিয়ে হুলস্থুল হতেই জেলা শিক্ষা দফতরের কাছে খবর যায়। তার পরই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়। ঘটনাটি ছত্তীসগঢ়ের। পশুপতিপুর প্রাথমিক স্কুলের।

Advertisement

অভিযুক্ত প্রধানশিক্ষকের নাম লক্ষ্মীনারায়ণ সিংহ। ক্লাসের ভিতরে মোবাইলে গান চালিয়ে নাচতে শুরু করেন। অভিযোগ, তাঁর সঙ্গে ছাত্রীদেরও গানের তালে নাচতে বলেন প্রধানশিক্ষক। এই ঘটনা স্কুলেরই এক কর্মী ক্যামেরাবন্দি করেন। তার পর সেটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

পড়ুয়াদের অভিযোগ, প্রধানশিক্ষক প্রায় দিনই মত্ত অবস্থায় স্কুলে আসেন। কখনও কখনও কোনও কারণ ছাড়াই তাদের দৈহিক শাস্তি দেন। পড়ুয়াদের বেশির ভাগেরই অভিযোগ, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রধানশিক্ষক। জেলা শিক্ষা আধিকারিক ডি এন মিশ্র জানিয়েছেন, একটি ভিডিয়ো তাঁদের হাতে পৌঁছেছে। প্রধানশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁকে সাসেপন্ড করা হয়েছে। বিধায়কও এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জেলা শিক্ষা দফতরকে এ বিষয়ে কড়া পদক্ষেপ করা নির্দেশ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement