Heavy Rain in Uttarakhand

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড! আপাতত বন্ধ চারধাম যাত্রা, রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন অন্তত ২০টি গ্রাম

ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ধস নেমেছে বদ্রীনাথ জাতীয় সড়কে। সে কারণে অন্তত ২৪টি গ্রাম জেলাসদর থেকে বিচ্ছিন্ন হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৬:৪৬
Share:

উত্তরাখণ্ডের রাস্তায় ধস। ছবি: পিটিআই।

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে। তার জেরে বিপর্যস্ত রাজ্যের বেশ কিছু অংশের জনজীবন। রাস্তায় ধস নেমে কয়েকটি গ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নন্দপ্রয়াগ, ভানেরপানির কাছে রাস্তায় ধস নেমেছে। তার জেরে গত পাঁচ দিন ধরে বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক। চারধাম যাত্রাও সাময়িক ভাবে বন্ধ রেখেছে উত্তরাখণ্ড সরকার। পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিতে শুক্রবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ধস নেমেছে বদ্রীনাথ জাতীয় সড়কে। সে কারণে অন্তত ২৪টি গ্রাম জেলাসদর থেকে বিচ্ছিন্ন হয়েছে। উত্তরকাশী জেলায় সর্বাদিয়ার পাত্তি অঞ্চলের আটটি গ্রামের রাস্তা ধসে বিধ্বস্ত। বিপাকে পড়েছেন বাসিন্দারা। এ দিকে কাঁওয়ার যাত্রার জন্য ঋষিকেশের রাস্তা থেকে দ্রুত ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে। বদ্রীনাথ জাতীয় সড়ক থেকেও বোল্ডার, পাথর সরানোর কাজ চলছে। ধস নেমে পিপলকোটি, নন্দপ্রয়াগ, উমাত্তা— চামোলি জেলায় এই তিন জায়গায় বন্ধ রয়েছে জাতীয় সড়ক। বৃহস্পতিবার রাত থেকে আবার এই এলাকায় ভারী বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

সোনপ্রয়াগের মানকাটিয়ায় ধসের কারণে বৃহস্পতিবারই কেদারনাথ যাত্রা বন্ধ করেছিল প্রশাসন। এক্স (সাবেক টুইটার)-এ রুদ্রপ্রয়াগ পুলিশ পোস্ট দিয়ে জানাল, রাস্তা পরিষ্কার হলে যাত্রা শুরু হবে। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, হিমাচল প্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়। ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন শাহ।

Advertisement

উত্তরাখণ্ডে এখনই দুর্যোগ থামছে না। ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, আগামী ৭ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি চলবে। বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement