CBSE

সিবিএসই: শুনানি পিছোল

অভিভাবকদের একাংশ শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি বাতিল করা হোক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০৪:২১
Share:

প্রতীকী ছবি।

দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হবে কিনা তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে। কেন্দ্র এবং সিবিএসই বোর্ডের তরফে আজ শীর্ষ আদালতে এ কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, একটি বিশেষজ্ঞ কমিটি বিষয়টির পর্যালোচনা করছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী পরশু, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

সিবিএসই বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষা জুলাইয়ের ১ থেকে ১৫ তারিখের মধ্যে নেওয়া হবে। ওই বিজ্ঞপ্তি বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। আজ ভিডিয়ো কনফারেন্স মারফত মামলার শুনানি হয় বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, পড়ুয়াদের উৎকণ্ঠা সম্পর্কে কেন্দ্র এবং সিবিএসই কর্তৃপক্ষ ওয়াকিবহাল। একটি বিশেষজ্ঞ কমিটি বিষয়টি পর্যালোচনা করেছে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত হয়ে যাবে। এর পরেই সুপ্রিম কোর্ট বলে, ‘‘সলিসিটর জেনারেল জানিয়েছেন বিশেষজ্ঞ কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করছে। আশা করি আগামিকালের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। মামলার শুনানি আগামী ২৫ জুন বেলা ২টো পর্যন্ত মুলতুবি রাখা হল।’’

অভিভাবকদের একাংশ শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি বাতিল করা হোক। যে সব পরীক্ষা ইতিমধ্যেই নেওয়া হয়েছে, তার ফলাফল এবং বাকি বিষয়গুলির ক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে ফল ঘোষণা করা হোক। যত ক্ষণ না বিষয়টির নিষ্পত্তি হচ্ছে, তত ক্ষণ সিবিএসই বিজ্ঞপ্তি জারি করে যে পরীক্ষাসূচির কথা জানিয়েছিল, তার উপরে স্থগিতাদেশ দেওয়া হোক।

Advertisement

আইসিএসই-র পরীক্ষা নিয়েও মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন