Uttar Pradesh

গণনা পিছোলে আকাশ ভেঙে পড়বে না, যোগীরাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

উত্তরপ্রদেশ নির্বাচন কমিশনের তরফে বলা হয়, সব রকম কোভিড সুরক্ষাবিধি মেনে চলা হবে। আশ্বাস পেয়ে অবশ্য গণনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মে ২০২১ ১২:৫১
Share:

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের গণনা রবিবার। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকে সেই গণনা পিছিয়ে দেওয়ার কথা বলল সুপ্রিম কোর্ট। কোভিড পরিস্থিতিতে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়ায় কমিশনকে ভর্ৎসনাও করেছে দেশের সর্বোচ্চ আদালত।

Advertisement

শনিবার সকালে সুপ্রিম কোর্ট কমিশনকে বলে, ‘‘এই মুহূর্তে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। তার মধ্যেই আপনারা গণনা করার সিদ্ধান্ত নিয়েছেন। দু’সপ্তাহ পরে কি আপনারা গণনা করতে পারতেন না? এই সময়ের মধ্যে রাজ্যের চিকিৎসা পরিষেবা একটু উন্নত করা সম্ভব হত।’’

সুপ্রিম কোর্ট আরও বলে, ‘‘সব রকমের সমস্যার পরেও আপনারা এগিয়ে গিয়েছেন। ভোট গণনা ৩ সপ্তাহ পিছিয়ে গেলে কারও মাথায় আকাশ ভেঙে পড়বে না।’’

Advertisement

যদিও দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও উত্তরপ্রদেশ নির্বাচন কমিশনের তরফে বলা হয়, ‘‘আমরা এর মধ্যেই গণনার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ীই আমরা এগিয়ে যেতে চাই। সব রকম কোভিড সুরক্ষাবিধি মেনে চলা হবে।’’ আশ্বাস পেয়ে অবশ্য গণনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন