Mumbai Rain

ভারী বৃষ্টিতে দেরিতে চলছে লোকাল ট্রেন! থমকাল মনোরেলও, সপ্তাহের প্রথম দিন যানজট-দুর্ভোগ মুম্বইয়ে

রবিবার রাত থেকে টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। এর ফলে দাদর, কুর্লা, বান্দ্রা স্টেশনের কাছে রেললাইনে জল জমেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩১
Share:

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ে সোমবার নিত্যযাত্রীদের দুর্ভোগ। জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে সওয়ার হচ্ছেন ছোট ট্রাকের পিছনে। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিতে আবার বিপর্যস্ত মুম্বই। শহরের বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে। সে কারণে সপ্তাহের প্রথম দিনে তীব্র যানজট। বৃষ্টির কারণে দেরিতে চলছে লোকাল ট্রেন। এর মধ্যেই প্রযুক্তিগত কারণে সোমবার সকালে ওয়াডলার কাছে বন্ধ হয়ে যায় মনোরেল। প্রায় দু’ঘণ্টা বন্ধ থাকার পরে আবার চালু হয় পরিষেবা। সপ্তাহের প্রথম দিনে অফিস, স্কুল, কলেজে পৌঁছোতে নাজেহাল অবস্থা শহরবাসীর। ভারতীয় মৌসম ভবন বলছে, এখনই থামছে না বৃষ্টি। শহরে জারি করা হয়েছে লাল সতর্কতা।

Advertisement

রবিবার রাত থেকে টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। এর ফলে দাদর, কুর্লা, বান্দ্রা স্টেশনের কাছে রেললাইনে জল জমেছে। যাত্রীদের অভিযোগ, ১০ থেকে ১৫ মিনিট দেরিতে চলছে লোকাল ট্রেন। পশ্চিম রেল এবং মধ্য রেলের মুখপাত্র যদিও জানিয়েছেন, মুম্বইয়ের উপকণ্ঠে ট্রেন সময়েই চলছে।

টানা বৃষ্টির কারণে জল জমেছে মুম্বইয়ের কিং সার্কল, লালবাগ, ওরলি, দাদর, প্যারেল, কুর্লার মতো নিচু এলাকায়। আর তার জেরেই রাস্তায় থমকে চলছে গাড়ি। সপ্তাহের প্রথম দিনে যানজটের মুখে পড়েছেন মুম্বইবাসী। বিপত্তি বৃদ্ধি করেছে মনোরেল। সোমবার সকাল ৭টার কিছু পরে ওয়াডলায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। কারও কোনও আঘাত লাগেনি বলেই খবর। সকাল সাড়ে ৯টা থেকে আবার স্বাভাবিক হয় পরিষেবা।

Advertisement

ভারতীয় মৌসম ভবন সোমবার বেলা পর্যন্ত মুম্বই, ঠাণে, রত্নগিরিতে দুর্যোগের জন্য লাল সতর্কতা জারি করেছে। মঙ্গলবার পর্যন্ত মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পালঘর, পুণে, বিড় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement