পাক হানা, নিহত শিশু ও জওয়ান

সেনা জানিয়েছে, আজ সকাল থেকেই পুঞ্চ ও রাজৌরি জেলায় হামলা শুরু করে পাক সেনা। জবাব দেয় ভারতীয় সেনাও। পুঞ্চের বালাকোট সেক্টরে বেহরোতি এলাকায় একটি বাড়ির উপরে এসে পড়ে গোলা। তাতে সাইদা নামে বছর পাঁচেকের একটি মেয়ে নিহত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ০৩:৫৯
Share:

নিথর সাইদা। নিজস্ব চিত্র

পাকিস্তানি সেনার হামলায় কাশ্মীরে নিহত হলো এক শিশু। প্রাণ গিয়েছে এক সেনা জওয়ানেরও। প্রবল লড়াইয়ের মধ্যেই পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেন ভারতীয় ও পাক সেনার ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও)। সেনা জানিয়েছে, পাক হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল এ কে ভট্ট।

Advertisement

সেনা জানিয়েছে, আজ সকাল থেকেই পুঞ্চ ও রাজৌরি জেলায় হামলা শুরু করে পাক সেনা। জবাব দেয় ভারতীয় সেনাও। পুঞ্চের বালাকোট সেক্টরে বেহরোতি এলাকায় একটি বাড়ির উপরে এসে পড়ে গোলা। তাতে সাইদা নামে বছর পাঁচেকের একটি মেয়ে নিহত হয়। মঞ্জকোট সেক্টরে আহত হন শাহ বেগম ও শরিফ আহমেদ নামে দুই স্থানীয় বাসিন্দা।

পরে বালাকোট সেক্টরে ভারতীয় সেনার বাঙ্কারে এসে পড়ে মর্টার শেল। তাতে জম্মু-কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জওয়ান মুদাসির আহমেদ নিহত হন। আহত হন এক জওয়ান। মুদাসির দক্ষিণ কাশ্মীরের এালের বাসিন্দা। পরে উত্তর কাশ্মীরের বারামুলাতেও দু’দেশের সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হন। পাক হামলার জেরে বালাকোটে বেশ কিছু গ্রামের বাসিন্দাদের সরানোর প্রস্তুতি শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বিশেষ দল গড়েছে রাজ্য সরকার।

Advertisement

আজ লড়াইয়ের মধ্যেই ফোনে কথা বলেন দু’দেশের ডিজিএমও। সেনা সূত্রে খবর, হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে পাক সেনাকে জানিয়ে দিয়েছেন ভারতীয় ডিজিএমও এ কে ভট্ট। পাকিস্তানই যে বার বার সংঘর্ষবিরতি ভাঙছে তাও জানিয়ে দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন