Himachal Pradesh

দেশ জুড়ে গোহত্যা নিষিদ্ধ করতে হবে, কেন্দ্রকে নির্দেশ হিমাচল হাইকোর্টের

দেশের সর্বত্র গোহত্যা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে আরও একবার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট। নিষিদ্ধ করতে বলা হল গোমাংস কেনা, বেচা, আমদানি, রফতানিও। ৭১ পাতার দীর্ঘ নির্দেশনামা দিয়ে শুক্রবার বিচারপতি রাজীব শর্মা এবং সুরেশ্বর ঠাকুরের ডিভিশন বেঞ্চ জানাল, কেন্দ্রকে এই নির্দেশ কার্যকর করতে হবে ছ’মাসের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ১৬:০৫
Share:

দেশের সর্বত্র গোহত্যা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে আরও একবার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট। নিষিদ্ধ করতে বলা হল গোমাংস কেনা, বেচা, আমদানি, রফতানিও। ৭১ পাতার দীর্ঘ নির্দেশনামা দিয়ে শুক্রবার বিচারপতি রাজীব শর্মা এবং সুরেশ্বর ঠাকুরের ডিভিশন বেঞ্চ জানাল, কেন্দ্রকে এই নির্দেশ কার্যকর করতে হবে ছ’মাসের মধ্যে।
গত বছর ১৪ অক্টোবর প্রায় একই নির্দেশনামা জারি করেছিল হিমাচল হাইকোর্ট। পরবর্তী তিন মাসের মধ্যে, দেশের সর্বত্র নিষিদ্ধ করতে বলা হয়েছিল গোহত্যা এবং গোমাংস। সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে আবেদন করে কেন্দ্র। কেন্দ্রের যুক্তি ছিল, এই বিষয়টা রাজ্যের আওতায় পড়ে। প্রত্যেক রাজ্যকে তার তার মতো করেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে হিমাচল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, কেন্দ্রীয় সরকারকে সর্বভারতীয় ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা জারি করতে হবে। গোহত্যা বন্ধ করতে জাতীয় স্তরে আইন প্রণয়নেরও উদ্যোগ নিতে বলা হয়েছে কেন্দ্রকে।

Advertisement

আরও পড়ুন...
‘বিশল্যকরণী’র খোঁজে ২৫ কোটি টাকা খরচ করছে উত্তরাখণ্ড সরকার!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন