মানালিতে হড়পা বানে ভেসে যাচ্ছে ট্রাক। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিতে ভেসে গেল হিমাচলপ্রদেশের মানালি। হড়পা বান ভাসিয়ে নিয়ে গেল পর্যটকবাহী একটি বাস, ট্রাকও।
হিমাচলপ্রদেশের কুলু জেলার পর্যটনের কেন্দ্রস্থল মানালি। পাশ দিয়ে বসে গিয়েছে খরস্রোতা বিপাশা নদী। সোমবার সকালে সেই নদীই অতি ভয়ঙ্কর হয়ে ওঠে। হড়পা বানে ভাসিয়ে নিয়ে যায় গাড়ি। জলের তোড়ে ভেসে যায় একটি পর্যটকদের বাসও। তবে ওই ঘটনার সময় ওই বাসে কোনও পর্যটক ছিলেন না বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গত শনিবার থেকেই হিমাচলপ্রদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। অনেক জায়গায় ভূমিধসও দেখা গিয়েছে। ধস নেমে কিন্নর এবং চাম্বা জেলায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর সতর্কবার্তাও জারি করেছে তার জন্য। কুলু, কিন্নর এবং কাংড়া জেলার সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: স্বামী কুৎসিত! চুমু খাওয়ার সময় যুবকের জিভ কামড়ে ছিঁড়ে নিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী
গত ২৪ ঘণ্টায় মানালিতে বৃষ্টিপাতের পরিমাণ ১২৭.৪ মিলিমিটার। অতি ভারী বৃষ্টির জন্য বিপাশা নদীর জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। চন্ডীগড়-মানালি ২১ নম্বর জাতীয় সড়কের উপর এবং ৩ নম্বর জাতীয় সড়কের উপর নদীর জল উঠে আসায় এই দু’টিতেই আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
দেখুন ভিডিয়ো:
হিমাচলপ্রদেশের বনমন্ত্রী গোবিন্দ সিংহ ঠাকুর কুলুরবন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান। উদ্ধারকার্য খতিয়ে দেখেন তিনি।
এ দিকে রোটাং পাসে প্রচুর তুষারপাত হয়। তাতে আটকে পড়েছিলেন ২০ জন মানুষ। তাঁদের উদ্ধার করা গিয়েছে।