Assam Assembly Elections

২১-এ ভোটে দাঁড়াব না: হিমন্ত

রাজ্যের স্বাস্থ্য, অর্থ ও শিক্ষামন্ত্রী হিমন্ত প্রচারের আলোয় থাকা নিয়ে দলের মধ্যেও শিবির বিভাজন হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০৩:২৮
Share:

—ফাইল চিত্র।

অসমে আগামী বছরের ভোটে জিতে বিজেপি ক্ষমতা ধরে রাখলে মুখ্যমন্ত্রী কে হবেন— তা নিয়ে জোরদার জল্পনা চলছে। অনেকরই দাবি, এত বছর ধরে কিং-মেকার
থাকা হিমন্তবিশ্ব শর্মার কপালে শিকে ছিঁড়তে পারে। বিশেষ করে করোনাপর্বে যে ভাবে গোটা রাজ্য ঘুরে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, তাতে অনেকটাই আড়ালে চলে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-সহ বাকি মন্ত্রীরা। রাজ্যের স্বাস্থ্য, অর্থ ও শিক্ষামন্ত্রী হিমন্ত প্রচারের আলোয় থাকা নিয়ে দলের মধ্যেও শিবির বিভাজন হচ্ছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে আজ সব জল্পনায় ইতি টানার উদ্দেশে হিমন্ত বিবৃতিতে জানালেন, “আমি আগেই বলেছি, পরের বিধানসভা নির্বাচনে লড়ব না। আসন্ন নির্বাচনে আমার ভূমিকা থাকবে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় রাখা।”

Advertisement

তিনি আরও লেখেন, “অনেকেই আলোচনা করছে আমি পদের লোভে, ব্যক্তিগত স্বার্থের পিছনে দৌড়চ্ছি। আমি স্পষ্ট করে দিতে চাই, আমার একমাত্র লক্ষ্য পরের ভোটে বিজেপিকে ১২৬টির মধ্যে ১০০-র বেশি আসনে জয়ী করা। গত কয়েক মাসে আমি রাজ্যবাসীর জন্য যে ভাবে কাজ করতে পেরেছি, তা আমার কাছে শাশ্বত প্রাপ্তি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন