National news

ধর্ষণের চেষ্টা, স্ত্রীর এক লাথিতে মৃত্যু এইচআইভি আক্রান্ত স্বামীর

শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে স্ত্রীর সঙ্গে জোরজবরদস্তি যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন মাঝবয়সী এক ব্যক্তি। নিজেকে বাঁচাতে স্বামীর যৌনাঙ্গে সটান লাথি মারেন স্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:০৩
Share:

প্রতীকী ছবি।

শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে স্ত্রীর সঙ্গে জোরজবরদস্তি যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন মাঝবয়সী এক ব্যক্তি। নিজেকে বাঁচাতে স্বামীর যৌনাঙ্গে সটান লাথি মারেন স্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ঘটনার পর রাত দুটো নাগাদ স্ত্রী-ই পুলিশকে ফোন করে খবর দেন। পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশকে ওই মহিলা জানান, প্রাণে বাঁচতেই তিনি স্বামীকে আঘাত করেন। কারণ, তাঁর স্বামী এইচআইভি আক্রান্ত। বছর খানেক আগে তাঁর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। তার পর থেকেই তাঁদের দু’জনের সম্পর্কের অবনতি হতে শুরু করে। দীর্ঘ দিন তাঁদের মধ্যে কোনও যৌন সম্পর্ক গড়েও ওঠেনি। শুধুমাত্র ১৩ বছর বয়সী তাঁদের একমাত্র মেয়ের কথা ভেবেই এত দিন দু’জনে একসঙ্গে থাকছিলেন। কিন্তু ওই রাতে স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ঢোকার পরই তাঁর সঙ্গে জোরজবরদস্তি করতে শুরু করেন। নিজেকে বাঁচাতে বাধ্য হয়েই তিনি স্বামীর যৌনাঙ্গে লাথি মারেন বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: শহিদকন্যার পাল্টা পোস্টে এ কী বললেন সহবাগ!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement