Precious Watch

চার ছাগলের মালিকের হাতে পাঁচ লাখের ঘড়ি! বিজেপি নেতাকে আক্রমণ ডিএমকে নেতার

রাফালের ‘বেল অ্যান্ড রস’ সংস্করণের এই ঘড়িটির বাজারমূল্য ৫ লক্ষ টাকা। এই মহার্ঘ ঘড়ি বিজেপি নেতা কী ভাবে কিনলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে করুণানিধির দল ডিএমকে।

Advertisement
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৫:১১
Share:

তামিলনাড়ুর বিজেপি সভাপতি আন্নামালাই (ডান দিকে) এবং তাঁর ‘বহুমূল্য’ ঘড়ি। ছবি সংগৃহীত।

তামিলনাড়ুর বিজেপি সভাপতির ‘বহুমূল্য’ ঘড়ি নিয়ে প্রশ্ন তুলল সে রাজ্যের শাসক দল ডিএমকে। কিছু দিন ধরেই দক্ষিণের এই রাজ্যটির বিজেপি সভাপতি আন্নামালাইয়ের হাতে রাফালে ঘড়ি দেখা যাচ্ছিল। রাফালের ‘বেল অ্যান্ড রস’ সংস্করণের এই ঘড়িটির বাজারমূল্য ৫ লক্ষ টাকা। এই মহার্ঘ ঘড়ি বিজেপি নেতা কী ভাবে কিনলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে করুণানিধির দল ডিএমকে।

Advertisement

শনিবার ডিএমকে নেতা সেন্থিল বালাজি একটি টুইট করে ঘড়িটি কেনার প্রমাণ হিসাবে বিজেপি নেতাকে রসিদ দেখাতে বলেছেন। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় আন্নামালাই বলেছিলেন তাঁর সম্পত্তি বলতে শুধু মাত্র ৪টি ছাগল। তা নিয়েও খোঁচা দিতে ছাড়েনি তামিলনাড়ুর শাসক দল। তাদের প্রশ্ন, ৪ ছাগলের মালিক কীভাবে ৫ লক্ষ টাকার ঘড়ি কিনতে পারেন?

সমালোচনার মুখে অবশ্য মুখ খুলেছেন আন্নামালাই। তাঁর দাবি, ঘড়িটির স্মারক সংস্করণকে তিনি নিজের সংগ্রহে রেখেছেন মাত্র। না হলে এই ঘড়ি কেনার ক্ষমতা তাঁর ছিল না বলে জানিয়েছেন তিনি। এর পরই রাফাল যুদ্ধবিমানের গুণগান গাইতে দেখা গিয়েছে তাঁকে। ফ্রান্সে তৈরি এই যুদ্ধবিমান ভারতের হাতে আসার পর দেশ আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা ‘দাসোঁ’ তাদের একটি যুদ্ধবিমানের সাফল্য উদ্‌যাপন করতে এই ঘড়িগুলি তৈরি করেছিল। এই রকম প্রায় ৫০০টি ঘড়ি তৈরি করা হয়েছিল। বিজেপি নেতার দাবি, তিনি ১৪৯তম ঘড়িটি পরে থাকেন। রাফালের যন্ত্রাংশ দিয়ে তৈরি এই ঘড়ি তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পরতে চান বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন