Demonetisation

নোট বাতিল পরবর্তী ৫০ দিন কী ভাবে কাটাল দেশ? দেখে নিন

শুক্রবার, ঘড়ির কাঁটায় রাত আটটা বাজলেই নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির সময়সীমা পূর্ণ হবে। নোট বাতিলের পর দেশবাসীর কাছে ৫০ দিন সময় চেয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। কথা দিয়েছিলেন, এই ৫০ দিনের মধ্যেই নোট বাতিলের জেরে সাধারণের দুর্ভোগ শেষ হবে। ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশ থেকে কালো টাকা ও জাল নোট উধাও করতে দেশবাসীর কাছে এইটুকু সাহায্য চাইছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৬
Share:

পঞ্চাশ দিনে কী দিলেন মোদী?

শুক্রবার, ঘড়ির কাঁটায় রাত আটটা বাজলেই নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির সময়সীমা পূর্ণ হবে। নোট বাতিলের পর দেশবাসীর কাছে ৫০ দিন সময় চেয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। কথা দিয়েছিলেন, এই ৫০ দিনের মধ্যেই নোট বাতিলের জেরে সাধারণের দুর্ভোগ শেষ হবে। ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশ থেকে কালো টাকা ও জাল নোট উধাও করতে দেশবাসীর কাছে এইটুকু সাহায্য চাইছেন তিনি। চেয়ে নিচ্ছেন ৫০ দিন সময়। দেশবাসী কথা রেখেছে। ভরসা রেখেছে কালো টাকার জন্য মোদীর সার্জিক্যাল স্ট্রাইকের উপর। ‘অচ্ছে দিন’এর আশায় বাতিল নোট ব্যাঙ্কে জমা করা কিংবা টাকা তোলার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যাঙ্ক, এটিএমে লাইন দিয়েছেন সাধারণ মানুষ। বেশির ভাগ ক্ষেত্রে ব্যাঙ্ক কর্মীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। দিন শেষ হয়ে গিয়েছে। সন্ধে ঘনিয়েছে। কিন্তু হরির দেখা পাওয়া গেল কি? যত সময় গড়িয়েছে ততই যেন আরও দিশাহীন দেখিয়েছে কেন্দ্রকে। প্রতি দিন নতুন নতুন নিয়ম। পরবর্তী সময়ে কালো টাকা উদ্ধারের থেকে বেশি ক্যাশলেসে মনোযোগ দিয়েছে কেন্দ্র। বাজারে নোটের আকাল এখনও যথেষ্টই। ৫০ দিন শেষ হতে আর কিছুক্ষণের অপেক্ষা। এই পঞ্চাশ দিনে প্রায় ৫০ বার মত পাল্টেছে সরকার। কিন্তু শুভক্ষণ যে আরও দূরে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে তুলে ধরা হল সংক্ষিপ্ত টাইমলাইন। দেখে নিন।

Advertisement

আরও পড়ুন- ২০১৬-তে টুইটার মাতিয়েছে যে হ্যাশট্যাগগুলি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement