Huge Money Recovered

উত্তরপ্রদেশে দুষ্কৃতীর বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা, মাদক উদ্ধার! তল্লাশি অভিযান চলেছে ২২ ঘণ্টা

পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতীর নাম রাজেশ মিশ্র। পরিবারের সদস্যের মাধ্যমে জেল থেকেই মাদকের কারবার চালাচ্ছিলেন তিনি। মাদক পাচারের সেই চক্র উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে ছড়ানো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৭:১৭
Share:

উদ্ধার হওয়া সেই টাকা এবং মাদক। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক দুষ্কৃতীর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে কোটি কোটি নগদ টাকা, গাঁজা, হেরোইন-সহ প্রচুর মাদক উদ্ধার হয়েছে। যে দুষ্কৃতীর বাড়ি থেকে টাকা, মাদক উদ্ধার হয়েছে, সেই দুষ্কৃতী বর্তমানে জেলবন্দি। কিন্তু পুলিশ সূত্রে খবর, জেল থেকেই মাদক পাচারের কারবার সামলাচ্ছিল ওই দুষ্কৃতী।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতীর নাম রাজেশ মিশ্র। পরিবারের সদস্যের মাধ্যমে জেল থেকেই মাদকের কারবার চালাচ্ছিলেন তিনি। মাদক পাচারের সেই চক্র উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে ছড়ানো। সেই সব নেটওয়ার্কেরও হদিস পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই রাজেশের স্ত্রী রীনা মিশ্র, ছেলে বিনায়ক, যশ, অজিত এবং মেয়ে কোমলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার দীপক ভুকর জানিয়েছেন, এত বড় মাদকচক্র আগে ধরা পড়েনি উত্তরপ্রদেশে। দুষ্কৃতীর বাড়ি থেকে প্রাথমিক ভাবে নগদ তিন কোটি টাকা, সাত কেজি গাঁজা, ৫৭৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তবে আরও টাকার হদিস মিলতে পারে বলে জানিয়েছে পুলিশ। দুষ্কৃতীর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তার আরও কয়েকটি ঠিকানারও হদিস মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। দুষ্কৃতী রাজেশের বাড়িতে ২২ ঘণ্টা ধরে অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement