গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর পথে যাত্রা শুরু করল হামসফর এক্সপ্রেস। রবিবার। — নিজস্ব চিত্র
কামাখ্যা স্টেশন থেকে দেশের দ্বিতীয় হামসফর এক্সপ্রেসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বই থেকে সবুজ পতাকা নাড়ান রেলমন্ত্রী সুরেশ প্রভু।
উদ্বোধনের পর প্রভু বলেন, “আগে উত্তর-পূর্ব সবার পরে উন্নয়নের মুখ দেখত। এখন যে কোনও প্রকল্পের প্রথম সারিতেই থাকে উত্তর-পূর্ব।” গুয়াহাটিকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন রাজেনবাবু। তিনি জানান, গত দু বছরে উত্তর-পূর্বে রেলের বিকাশে সব চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। বিভিন্ন উন্নতমানের সুবিধাযুক্ত সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস কামাখ্যা থেকে বেঙ্গালুরু যাবে।
‘লিঙ্ক হফম্যান বুশ’ প্রযুক্তি থাকা এই ট্রেনের ১৯টি থ্রি টিয়ার কামরাই শীততাপনিয়ন্ত্রিত। ভিতরে থাকছে সিসি ক্যামেরা। ট্রেনে থাকবে জিপিএস, গন্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা। সব কামরায় যাত্রীরা জিপিএসের মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থান জানতে পারবেন। শৌচাগারগুলিও তৈরি হবে নতুন প্রযুক্তিতে।
আসনগুলি হবে নতুন ধরণের ও অনেক বেশি আরামপ্রদ। থাকবে খাদির পর্দা। সব আসনের কাছে থাকবে ল্যাপটপ ও মোবাইল চার্জ করার প্লাগ। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ বিজয়া চক্রবর্তী, বিশ্বজিৎ দৈমারি।