National News

শিবরাত্রি নির্বিঘ্ন রাখতে জম্মু-কাশ্মীরে প্রতিবাদ বাতিল করল হুরিয়ত

শিবরাত্রি পালনে যাতে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে প্রতিবাদ কর্মসূচি বাতিল করে দিলেন জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা। হুরিয়ত কনফারেন্সের শীর্ষ নেতারা আগামী ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১০
Share:

সৈয়দ আলি শাহ গিলানির তরফে জানানো হয়েছে, ওই দিন শিবরাত্রি তা জানা ছিল না। জানার পরই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। —ফাইল চিত্র।

শিবরাত্রি পালনে যাতে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে প্রতিবাদ কর্মসূচি বাতিল করে দিলেন জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা। হুরিয়ত কনফারেন্সের শীর্ষ নেতারা আগামী ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। কিন্তু ওই দিনেই হিন্দুদের শিবরাত্রি উৎসব। সে কথা জানার পর হুরিয়ত নেতৃত্ব কর্মসূচি বাতিল করা কথা ঘোষণা করেছেন। খুব শীঘ্রই প্রতিবাদ দিবসের নতুন তারিখ ঘোষিত হবে বলেও হুরিয়ত সূত্রে জানানো হয়েছে।

Advertisement

জম্মু-কাশ্মীরে হুরিয়ত কনফারেন্সের সবচেয়ে প্রভাবশালী নেতা যে তিন জন, সেই সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ উমর ফারুক, ইয়াসিন মালিকের তরফ থেকে জানানো হয়েছে শিবরাত্রি উৎসবের দিনে কোনও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে না। গিলানির তরফ থেকে সংগঠনের মুখপাত্র আয়াজ আকবর বলেছেন, ‘‘যে দিন প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, হিন্দুদের উৎসব শিবরাত্রিও সেই দিনেই পড়েছে। তাই যৌথ নেতৃত্ব কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা জানতাম না যে শিবরাত্রি আগামী শুক্রবার। কিন্তু বিষয়টি জেনেই অত্যন্ত গুরুত্ব দিয়ে তা বিবেচনা করা শুরু করেছি।’’

মিরওয়াইজ উমর ফারুকও চাইছেন না, শিবরাত্রিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক। —ফাইল চিত্র।

Advertisement

মিরওয়াইজ উমর ফারুকের সংগঠনও জানিয়েছে, প্রতিবাদ কর্মসূচি আপাতত বাতিল। মুখপাত্র শাহিদ উল ইসলাম বলেছেন, ‘‘বিষয়টি নিয়ে আলোচনা চলছে, শীঘ্রই নতুন তারিখ ঘোষিত হবে।’’

আরও পড়ুন: হাফিজদের শাস্তি নিশ্চিত করতে উদ্যোগী দিল্লি

শিবরাত্রিতে জম্মুর বিভিন্ন মন্দির এবং তীর্থক্ষেত্রে বিপুল জনসমাগম হয়। কিন্তু গত বেশ কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি যে রকম উত্তপ্ত, তাতে শিবরাত্রির সমাগম নিয়ে চিন্তিত পুলিশ-প্রশাসন। উপত্যকায় বিক্ষোভের সুয়োগ নিয়ে লস্কর, জইশের মতো সংগঠনগুলি জম্মু-কাশ্মীরে সক্রিয়তা বাড়ানোর চেষ্টায় রয়েছে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। তাই শিবরাত্রির সমাগমে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই দিন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু একই দিনে হুরিয়ত কনফারেন্সের বিক্ষোভ কর্মসূচি থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের পক্ষে কঠিন হয়ে পড়বে। সুবিধা হবে সন্ত্রাসবাদীদের। সে কথা মাথায় রেখেই প্রতিবাদ কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে হুরিয়ত সূত্রের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন