IAF Para Jump Trainer Died

প্রশিক্ষণের সময় খুলল না প্যারাশুট, আগরায় শূন্য থেকে নীচে আছড়ে পড়ে মৃত্যু বায়ুসেনা আধিকারিকের

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে প্যারাজাম্পিংয়ের প্রশিক্ষণ চলছিল। কী ভাবে হেলিকপ্টার থেকে প্যারাজাম্প করতে হয় তারই প্রশিক্ষণ দিচ্ছিলেন রাজকুমার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১০:২৫
Share:

আগরায় প্যারাজাম্পিং-এর সময় মৃত্যু বায়ুসেনা আধিকারিকের। প্রতীকী ছবি।

এপ্রিলের শুরুতেই বায়ুসেনার যুদ্ধবিমান জাগুয়ার ভেঙে পড়ে গুজরাতের জামনগরে মৃত্যু হয়েছিল পাইলট সিদ্ধার্থ যাদবের। সেই ঘটনায় তিন দিনের মাথায় বায়ুসেনার আরও এক আধিকারিকের মৃত্যু হল দুর্ঘটনায়। এ বার ঘটনাস্থল উত্তরপ্রদেশের আগরা।

Advertisement

বায়ুসেনার স্কাই ডাইভিং-এর প্রশিক্ষণ চলছিল শনিবার। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। প্রশিক্ষণের সময় প্যারাশুট না খোলায় আকাশ থেকে নীচে আছড়ে পড়ে গুরুতর জখম হয়েছিলেন প্যারা জাম্প প্রশিক্ষক রাজকুমার তিওয়ারি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে প্যারাজাম্পিংয়ের প্রশিক্ষণ চলছিল। কী ভাবে হেলিকপ্টার থেকে প্যারাজাম্প করতে হয় তারই প্রশিক্ষণ দিচ্ছিলেন রাজকুমার। হেলিকপ্টার থেকে লাফ দেন তিনি। কিন্তু সময়মতো প্যারাশুট না খোলায় কয়েকশো ফুট উপর থেকে নীচে আছড়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। বায়ুসেনার ‘আকাশগঙ্গা’ স্কাইডাইভিং দলের প্রশিক্ষক ছিলেন রাজকুমার। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বায়ুসেনা।

Advertisement

গত ২ এপ্রিল গুজরাতের জামনগরে জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে মৃত্যু হয় এক পাইলটের। আহত হয়েছেন আরও এক জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক দক্ষ আধিকারিককে হারাল বায়ুসেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement