এলাহাবাদে ভেঙে পড়ল যুদ্ধ বিমান

ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান জাগুয়ার। মঙ্গলবার সকালে ‘রুটিন’ উড়ানের সময় উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে ভেঙে পড়ে বিমানটি। তবে, বিমানটির দু’জন পাইলটই সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ১১:১৫
Share:

ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান জাগুয়ার।

Advertisement

মঙ্গলবার সকালে ‘রুটিন’ উড়ানের সময় উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে ভেঙে পড়ে বিমানটি। তবে, বিমানটির দু’জন পাইলটই সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ু সেনা সূত্রে খবর, এ দিন সকাল ৭টা ২৫-এ এলাহাবাদ থেকে উড়েছিল জাগুয়ারটি। ওড়ার ২২ মিনিট পর সেটি এলাহাবাদ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভেঙে পড়ে।

Advertisement

এর আগে গত মার্চে হরিয়ানার কাছে একটি ধানখেতের উপর ভেঙে পড়েছিল আর একটি জাগুয়ার। সেই ঘটনাতেও পাইলটরা সুরক্ষিত ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement