Plane Crash in Prayagraj

মাঝ-আকাশে ইঞ্জিন বিকল! প্রশিক্ষণের সময় বায়ুসেনার বিমান ভেঙে পড়ল প্রয়াগরাজে, আহত দুই পাইলট

বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রয়াগরাজের রামবাগ এলাকায় কেপি কলেজের কাছে প্রশিক্ষণের সময় বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। বিমানে দু’জন পাইলট ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:২২
Share:

ভেঙে পড়া সেই বিমান। ছবি: পিটিআই।

প্রশিক্ষণ চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ভেঙে প়ড়ল বায়ুসেনার বিমান! বুধবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন বিমানে থাকা দুই পাইলট। তবে কেউ হতাহত হননি বলে খবর।

Advertisement

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রয়াগরাজের রামবাগ এলাকায় কেপি কলেজের কাছে প্রশিক্ষণের সময় বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। বিমানে দু’জন পাইলট ছিলেন। শেষ মুহূর্তে তাঁরা প্যারাশুট বেঁধে বিমান থেকে নীচে লাফ দেওয়ায় প্রাণে বেঁচে যান। বিমানটি গোত্তা খেতে খেতে আছড়ে পড়ে একটি পুকুরে।

কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাঝ-আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। পৌঁছেছে দমকল ও উদ্ধারকারী দল। ভেঙে পড়া ওই বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ আগরওয়াল এবং গ্রুপ ক্যাপ্টেন সুনীলকুমার পাণ্ডে। দু’জনেই বেশ আহত হয়েছেন। দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement