National News

জমিতে জল দেওয়ার জন্য পাম্প চালাতেই পাইপ থেকে বেরিয়ে এল বরফ!

কোনও গোলমাল হয়নি তো পাম্পে, এই ভেবে সেটাকে ভাল করে খতিয়ে দেখেন ধনিরাম। কিন্তু না! পাম্পে তো কোনও সমস্যা নেই।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১০:২৩
Share:

প্রচন্ড ঠান্ডায় পাইপ থেকে বেরিয়ে আসছে জমে থাকা বরফ। ছবি সৌজন্য: ইউটিউব।

সকালে খেতে জল দিতে গিয়েছিলেন ধনিরাম। জল দেওয়ার জন্য পাম্প চালু করেন। পাম্প চালু থাকা সত্ত্বেও পাইপ থেকে জল বেরোচ্ছিল না। বেশ অবাকই হলেন ধনিরাম। এমনটা তো আগে কখনও হয়নি! তা হলে?

Advertisement

কোনও গোলমাল হয়নি তো পাম্পে, এই ভেবে সেটাকে ভাল করে খতিয়ে দেখেন ধনিরাম। কিন্তু না! পাম্পে তো কোনও সমস্যা নেই। তা হলে কি পাইপের ভিতরে কিছু আটকে রয়েছে? পাইপটাকে নিয়ে নাড়াচাড়া করতে থাকেন তিনি। মিনিট কয়েক নাড়াচাড়া করতেই পাইপের ভিতর থেকে যা বেরিয়ে এল তা দেখে চমকে ওঠেন হরিয়ানার এই চাষি।

কী ছিল পাইপের ভিতর?

Advertisement

আরও পড়ুন: এই একটা মাছের দাম ২২ কোটি! কেন জানেন?

দিল্লি-সহ গোটা উত্তর ভারতে তাপমাত্রার পারদ হু হু করে নামছে। হরিয়ানাতেও তাপমাত্রা এতটা নেমে গিয়েছে যে প্রচন্ড ঠান্ডায় পাইপের ভিতরে জমে থাকা জল জমে বরফ হয়ে গিয়েছিল। সেই জমে থাকা বরফ এক একটা মোটা লাঠির আকারে পাইপের ভিতর থেকে হুড়হুড় করে বেরোতে শুরু করে। পাইপের ভিতর থেকে জলের পরিবর্তে বরফ বেরিয়ে আসতে দেখে বেশ অবাকই হয়েছিলেন ধনিরাম। তিনি বলেন, “পাম্পের কোনও সমস্যা হচ্ছে ভেবেছিলাম প্রথমে। কিন্তু পাইপের ভিতর থেকে এ ভাবে বরফ বেরিয়ে আসবে ভাবিনি। আমার অবাক হওয়ার বিষয়টি দেখে ছেলেরা হেসে গড়িয়ে পড়ে।”

আরও পড়ুন: পরির চোখের সামনেই ঝলসে গেল তার আট সন্তান

পাইপ থেকে বরফ বেরিয়ে আসার সেই ভিডিয়োই এখন ভাইরাল। ঘটনাটি গত ৩ জানুয়ারির।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন