Narendra Modi

বাজারে এ বার মোদীর মুখওয়ালা কুলফি! বিক্রি হচ্ছে...

বিজেপির এই বিপুল জয় উদ্‌যাপন করতে এ বার এক অভিনব উদ্যোগ নিল গুজরাতের সুরাতের একটি আইসক্রিম পার্লার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ১৬:০২
Share:

মোদীর মুখওয়ালা কুলফি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। এই জয়ে উচ্ছ্বসিত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর সমর্থকরা। বিজেপির এই বিপুল জয় উদ্‌যাপন করতে এ বার এক অভিনব উদ্যোগ নিল গুজরাতের সুরাতের একটি আইসক্রিম পার্লার। মোদীর মুখ সম্বলিত একটি বিশেষ ধরনের আইসক্রিম বানালো তারা।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ সম্বলিত ওই আইসক্রিমের নাম দেওয়া হয়েছে ‘মোদী সীতাফল কুলফি’। সুরাতের ওই আইসক্রিম পার্লারের মালিক বিবেক আজমেরা বলেছেন, ‘‘প্রায় ২৪ ঘণ্টার পরিশ্রমে বিশেষ ধরনের এই কুলফি ২০০টি বানিয়েছে পার্লারের কর্মীরা।’’

আগামিকাল সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে পর্যন্ত ‘মোদী সীতাফল কুলফি’ বিক্রি করা হবে জানিয়েছেন বিবেক। তবে এই কুলফি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে। কোনও ধরনের কৃত্রিম দ্রব্য এই কুলফিতে মেশানো হয়নি বলেও দাবি করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: লাঠিকে ডান্ডা নয়, বাঁশি হিসাবে ব্যবহার করে তাক লাগালেন এই পুলিশ কনস্টেবল

আরও পড়ুন: বিয়ের পর টাকা-গয়না নিয়ে পুরোহিতের সঙ্গে পালাল কনে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement