আমাকে ধরুন, ছেলেকে টানছেন কেন, বললেন চিদম্বরম

আর্থিক দুর্নীতির অভিযোগে থেলে কার্তির সংস্থায় তল্লাশির পর তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বললেন, “সরকার যদি আমাকে টার্গেট করে তবে তা সরাসরি করুক, ছেলেকে টানছেন কেন!” মঙ্গলবার কার্তির সংস্থায় যৌথ তল্লাশি চালায় আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ১৮:২৭
Share:

—ফাইল চিত্র।

আর্থিক দুর্নীতির অভিযোগে থেলে কার্তির সংস্থায় তল্লাশির পর তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বললেন, “সরকার যদি আমাকে টার্গেট করে তবে তা সরাসরি করুক, ছেলেকে টানছেন কেন!” মঙ্গলবার কার্তির সংস্থায় যৌথ তল্লাশি চালায় আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তল্লাশি অভিযানকে বিজেপি সরকারের ‘ষড়যন্ত্রমূলক আক্রমণ’ বলে আখ্যা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

Advertisement

সূত্রের খবর, চেন্নাইতে কার্তির সংস্থায় কার্যত জলের দরে দেড় লাখ শেয়ার ট্রান্সফার করে ভাসন গোষ্ঠী। কেন এত কম দামে তা ট্রান্সফার করা হল সেটি তদন্ত করে দেখছে আয়কর দফতর। পাশাপাশি, ভাসনে কী ভাবে বিদেশি লগ্নি হয়েছে তারও তদন্তে নেমেছে ইডি।

গত অগস্টে অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার দু’জন ডিরেক্টরকে ইডি তলব করে। পরে অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং-কে অধিগ্রহণ করে কার্তির মালিকানাধীন একটি সংস্থা। ২০০৬ সালের গোড়ায় ওই সংস্থার সঙ্গে এয়ারসেলের ২৬ লাখ টাকার আর্থিক লেনদেন হয়। লেনদেন নিয়ে কার্তি ঘনিষ্ঠ দু’জনকে সমন পাঠায় ইডি। সে সময় মালয়েশীয় সংস্থা ম্যাক্সিস এয়ারসেলের বেশির ভাগ শেয়ার অধিগ্রহণ করার প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটি তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের কাছে পাঠানো হয়েছিল। যদিও এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন চিদম্বরম।

Advertisement

অভিযোগ, এয়ারসেলের সঙ্গে অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক-এর বেআইনি লেনদেন হয়েছিল। ২০১২-র এপ্রিলে এই দুর্নীতির খবর ফাঁস করেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী। ম্যাক্সিস-এয়ারসেল আর্থিক দুর্নীতিতে ইতিমধ্যেই প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানীধি মারানকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement