শো করলে মন্ত্রক বদল সিধুর

টিভিতে শো করলে নভজ্যোত সিংহ সিধুর সংস্কৃতি মন্ত্রক বদলে দেবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। বুধবার দিল্লিতে ক্যাপ্টেন বলেন, মন্ত্রী থেকেও টিভি-শো করা যায় কি না, তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০৩:১৭
Share:

টিভিতে শো করলে নভজ্যোত সিংহ সিধুর সংস্কৃতি মন্ত্রক বদলে দেবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। বুধবার দিল্লিতে ক্যাপ্টেন বলেন, মন্ত্রী থেকেও টিভি-শো করা যায় কি না, তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন। সিধু নিজেও নিয়েছেন। যদি দেখা যায়, আইনে কোনও বাধা নেই, তাহলে সিধু টিভি শো চালিয়ে যেতেই পারেন। সে ক্ষেত্রে স্বার্থের সংঘাতের প্রশ্ন যাতে না ওঠে সে জন্য সংস্কৃতি মন্ত্রকটি তাঁর হাত থেকে নিয়ে নেওয়া হবে। সিধুর মতে, অকালি নেতা সুখবীর সিংহ বাদলে মতো দুর্নীতি তিনি করতে পারবেন না। পেটের দায়ে সপ্তাহে এক দিন কমেডি-শোয়ের স্যুটিং করে সৎ পথে উপার্জন করতেই পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement