National News

মোবাইলে আধার যোগ করতে হবে ফেব্রুয়ারির মধ্যেই

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৩
Share:

প্রতীকী ছবি।

দেশের সব মোবাইল ফোনের সিম কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর জুড়ে দিতে হবে। বাধ্যতামূলক ভাবে। তা না করা হলে আগামী ফেব্রুয়ারির পর সিম কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করছে। ওই রায়ে বলা হয়েছিল, গ্রাহকরা যে মোবাইল পরিষেবা সংস্থার কাছ থেকে সিম কার্ড পান, কার্ডের বৈধতা প্রমাণের জন্য, সেই সংস্থার কাছেই তাঁদের আধার কার্ডের ১২টি সংখ্যার নম্বরকে নথিভুক্ত করাতে হবে। জরুরি ভিত্তিতে। রায়দানের এক বছরের মধ্যেই।

আরও পড়ুন- মোদীর পাশাপাশি কানহাইয়াকেও দরকার

Advertisement

আরও পড়ুন- ফ্লোরিডায় আছড়ে পড়ল ইরমা, বাড়ছে বেগ, ঘর ছাড়লেন ৫৬ লক্ষ

কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, সেই মেয়াদ যেহেতু ফেব্রুয়ারির মধ্যেই শেষ হচ্ছে, তাই যে সিম কার্ডগুলির সঙ্গে গ্রাহকদের আধার নম্বর জোড়া থাকবে না, ফেব্রুয়ারির পর সেই সব কার্ডকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। যাতে বৈধতার প্রমাণ না থাকা সিম কার্ডগুলি পরে জঙ্গি, অপরাধী বা প্রতারকরা ব্যবহার না করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন