Heart Attack

পরীক্ষা দিতে যাওয়ার আগে হার্ট অ্যাটাকে মৃত্যু বিএইচইউ-র এমটেক ছাত্রের! হস্টেল থেকে দেহ উদ্ধার

জানা গিয়েছে, মৃতের নাম অনুপ সিংহ চৌহান। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। উত্তরপ্রদেশের আজ়জমগড়ের বাসিন্দা অনুপ আআইটির হস্টেলে থাকতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৩
Share:

মৃত পড়ুয়া অনুপ সিংহ চৌহান। ছবি: সংগৃহীত।

আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির এমটেক-এর প্রথম বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার হল হস্টেল থেকে। বুধবার পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে তাঁর দেহ উদ্ধারে হুলস্থুল পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম অনুপ সিংহ চৌহান। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। উত্তরপ্রদেশের আজ়জমগড়ের বাসিন্দা অনুপ আআইটির হস্টেলে থাকতেন। মায় দুয়েক আগে তিনি আইআইটিতে আসেন। বুধবার সকাল ৮টা থেকে পরীক্ষা ছিল অনুপের। হস্টেলের ঘরেই অনুপ এবং তাঁর দুই বন্ধু মিলে পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশোনা করেন। রাত ৩টে পর্যন্ত পড়ার পর দুই বন্ধু শুয়ে পড়েন। অনুপ শুতে যান।

ওই দুই বন্ধুর দাবি, সকাল ৬টা নাগাদ অনুপকে ডাকাডাকি করেন তাঁরা। কিন্তু কোনও সাড়া পাননি। ভেবেছেন অঘোরে ঘুমোচ্ছেন অনুপ। তাঁর শরীর তখও গরম ছিল। ফলে অনুপের যে মৃত্যু হয়েছে সেটা আঁচ করতে পারেননি তাঁরা। আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন ওই দুই পড়ুয়া। সঙ্গে সঙ্গে অনুপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে অনুপের। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।

Advertisement

অনুপের বাবা বিনোদ সিংহ জানিয়েছেন, পুত্রের সঙ্গে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ কথা হয় তাঁর ভাইয়ের। সেই সময় শারীরিক কোনও অসুস্থতার কথা বলেননি অনুপ। তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না বলেও দাবি পরিবারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement