IIT Bombay

হস্টেলের ছাদ থেকে ঝাঁপ বম্বে আইআইটির ছাত্রের! মানসিক অবসাদ না কি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ

আআইটির কয়েক জন পড়ুয়া জানিয়েছেন, হস্টেলে থাকতেন রোহিত। আত্মহত্যার আগে তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা কেউ লক্ষ্য করেননি বলে দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১২:২৮
Share:

প্রতীকী ছবি।

বম্বে আইআইটির এক পড়ুয়ার দেহ উদ্ধার হল শনিবার সকালে। মৃতের নাম রোহিত সিন্‌হা (২৬)। সকালে হস্টেলের সামনে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে হুলস্থুল পড়ে যায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।

Advertisement

আআইটির কয়েক জন পড়ুয়া জানিয়েছেন, হস্টেলে থাকতেন রোহিত। আত্মহত্যার আগে তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা কেউ লক্ষ্য করেননি বলে দাবি। এক পড়ুয়ার দাবি, রাত তখন আড়াইটে। তিনি ছাদে উঠে ফোনে কথা বলছিলেন। সেখানে রোহিতও আসেন। হঠাৎই ভারী কিছু পড়ার একটা আওয়াজ পেয়ে তাকাতেই দেখেন রোহিত নীচে পড়ে রয়েছেন। কেন রোহিত আত্মহত্যা করলেন, তা খুঁজে বার করার কাজ শুরু করেছে পুলিশ। রোহিতের পরিবারকে মৃত্যুসংবাদ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের সন্দেহ, কোনও মানসিক চাপে ভুগছিলেন রোহিত। তবে পুরোটাই অনুমানসাপেক্ষ বিষয়। পরিবারের লোকজন, সহপাঠী এবং হস্টেলের আবাসিকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। তবে রোহিতের আত্মহত্যার ঘটনায় আআইটি ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি আইআইটি কর্তৃপক্ষ। তাঁদের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রোহিত মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটিরিয়াল সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement