National News

ইঞ্জিনিয়ারের দক্ষতায় প্রাণরক্ষা

জরুরি পরিস্থিতিতে চিকিৎসায় সাহায্য করার জন্য ‘থ্রি ইডিয়টস’ ছবিতে কারিগরি দক্ষতা দেখিয়েছিলেন র‌্যাঞ্চোরূপী আমির খান। উড়ন্ত বিমানে ডায়াবেটিসের রোগীকে সাহায্য করতে কানপুর-আইআইটির এক পড়ুয়ার কাজকর্ম মনে করিয়ে দিয়েছে সেই কাজকর্মকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৪:২৩
Share:

কার্তিকেয় মঙ্গলম

জরুরি পরিস্থিতিতে চিকিৎসায় সাহায্য করার জন্য ‘থ্রি ইডিয়টস’ ছবিতে কারিগরি দক্ষতা দেখিয়েছিলেন র‌্যাঞ্চোরূপী আমির খান। উড়ন্ত বিমানে ডায়াবেটিসের রোগীকে সাহায্য করতে কানপুর-আইআইটির এক পড়ুয়ার কাজকর্ম মনে করিয়ে দিয়েছে সেই কাজকর্মকে।

Advertisement

কার্তিকেয় মঙ্গলম নামে ওই ছাত্র নিজেই আইআইটি-র পত্রিকায় জানিয়েছেন ওই অভিজ্ঞতার কথা। ফেব্রুয়ারি মাসে জেনিভা থেকে মস্কো হয়ে দিল্লি ফিরছিলেন তিনি। মস্কো থেকে দিল্লির পথে তিনি জানতে পারেন, বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। ওই যাত্রী ডায়াবেটিসের রোগী। কিন্তু ইনসুলিন নেওয়ার পাম্পটি তিনি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে ভুলে ফেলে এসেছিলেন। কার্তিকেয় জানিয়েছেন, বিমানের যাত্রীদের মধ্যে এক চিকিৎসক ছিলেন। তিনিও ডায়াবেটিসের রোগী। তাঁর কাছে ইনসুলিন দেওয়ার যন্ত্র ছিল। কিন্তু অসুস্থ যাত্রীর ইনসুলিন কাট্রিজ ওই যন্ত্রে ভরা যাচ্ছিল না। কার্তিকেয় জানিয়েছেন, তিনি চিকিৎসকের যন্ত্রটি পরীক্ষা করে বুঝতে পারেন তাতে আরও একটি স্প্রিং থাকা প্রয়োজন। পেনের স্প্রিং নিয়ে যন্ত্রটিতে লাগিয়ে দেন। তাতে কাজ হয়।

দিল্লি পৌঁছনোর পরে হাসপাতালে হাসপাতালে যাওয়ার পথে কার্তিকেয়কে ধন্যবাদ জানিয়ে যান ওই যাত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন