Weather Forecast of India

বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি! ভাসতে পারে দেশের বহু রাজ্য, সতর্ক করল মৌসম ভবন

দক্ষিণের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি দেশের পূর্ব এবং মধ্যাঞ্চলেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১১:৩৫
Share:

আবার বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। প্রতিনিধিত্বমূলক ছবি।

আবার বৃষ্টির চোখরাঙানি। দক্ষিণ এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। ২৬ অক্টোবর পর্যন্ত এই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, দেশের দক্ষিণে রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। এ ছাড়াও লক্ষদ্বীপেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব আরবসাগরে একটি গভীর নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। সেটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হবে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। যার প্রভাব পড়বে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এবং সেটি বিস্তৃত হবে দেশের অভ্যন্তরীণ অঞ্চলের কিছু অংশেও। তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশের বহু জেলায় এই সময়ে হড়পা বানের সতর্কতাও জারি করেছে মৌসম ভবন। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে ওই রাজ্যগুলিকে খুব প্রয়োজন ছাড়া এড়িয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের।

মৌসম ভবন আরও জানিয়েছে, ২৩ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলে। বিশেষ করে উপকূলীয় এবং সংলগ্ন অঞ্চলগুলিতে। চেন্নাই, কাড্ডালোর, নাগাপত্তিনম এবং তিরুভাল্লুরে সতর্কতা জারি করা হয়েছে। ২২-২৪ অক্টাবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল এবং মাহেতে। বিশেষ করে মধ্য এবং উত্তরের জেলাগুলি যেমন ইদুকি, ওয়েনাড়, কোঝিকোড়, মলপ্পুরমে সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটকে ২৫ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় ২২-২৫ অক্টোবরের মধ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তেলঙ্গানায় ভারী বৃষ্টি হতে পারে ২৩-২৫ অক্টোবর পর্যন্ত।

Advertisement

দক্ষিণের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি দেশের পূর্ব এবং মধ্যভাগেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন জানাচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে চলেছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্মচাপে পরিণত হবে। ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে ২৪ অক্টোবর পর্যন্ত ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তীসগঢ়েও ২৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement