IMF on Pakistan

পাকিস্তানকে কেন সাড়ে আট হাজার কোটির ঋণ দেওয়া হচ্ছে, ভারতের বিরোধিতার পর কারণ ব্যাখ্যা করল আইএমএফ

ভারত-পাক সংঘাত চলাকালীনই পাকিস্তানের ঋণ মঞ্জুর করেছিল আইএমএফ। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। কিছু দিন আগে রাজনাথ সিংহ আইএমএফকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১২:০০
Share:

পাকিস্তানের জন্য মোটা অঙ্কের ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থভান্ডার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

১০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় সাড়ে আট হাজার কোটি টাকার বেশি। পাকিস্তানের জন্য এই পরিমাণ ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)। যা নিয়ে কিছু দিন আগেই প্রশ্ন তুলেছিল ভারত। এ বার পাকিস্তানের ঋণ মঞ্জুরের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন আইএমএফ কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, পাকিস্তান এই ঋণের জন্য প্রয়োজনীয় সকল লক্ষ্য পূরণ করেছে। তাই ঋণ মঞ্জুরে কোনও বাধা ছিল না।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তৎপরবর্তী ভারত-পাক সংঘাতের পরিস্থিতির মাঝেই পাকিস্তানের ঋণ মঞ্জুর করে আইএমএফ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সম্প্রতি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গুজরাতের ভুজ থেকে তিনি বলেন, ‘‘আইএমএফ পাকিস্তানকে যে টাকা দিয়েছে, ওরা তার অধিকাংশই সন্ত্রাসবাদের জন্য খরচ করবে। ভারত চায়, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আইএমএফ।’’

এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি (ইএফএফ) প্রকল্পের অধীনে পাকিস্তানের ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। দুই দফায় মোট ২১০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১৮ হাজার কোটি টাকার বেশি) ঋণ দেওয়া হচ্ছে। আইএমএফের যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজ়্যাক একটি সাংবাদিক বিবৃতিতে বলেছেন, ‘‘ঋণের জন্য পাকিস্তান প্রয়োজনীয় সকল লক্ষ্য পূরণ করেছে বলে নিশ্চিত হয়েছে আমাদের বোর্ড। বেশ কিছু সংস্কারের বিষয়েও পাকিস্তানের অগ্রগতি হয়েছে। তাই বোর্ড এই ঋণ মঞ্জুর করেছে।’’ কী ভাবে এগিয়েছে সমগ্র প্রক্রিয়া? জুলি বলেন, ‘‘পাকিস্তানের পরিস্থিতির প্রথম পর্যালোচনার (রিভিউ) পরিকল্পনা করা হয়েছিল ২০২৫ সালের প্রথম ভাগে। সেই অনুযায়ী, গত ২৫ মার্চ আইএমএফ কর্মী এবং পাকিস্তানি কর্তৃপক্ষ আলোচনা করেন এবং এ বিষয়ে একমত হন। পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হয় ৯ মে। তার পর পাকিস্তান ঋণের অর্থ পায়।’’ যদিও সম্পূর্ণ টাকা একেবারে হাতে পাচ্ছে না পাকিস্তান। বেশ কয়েকটি কিস্তিতে এই টাকা তাদের দেওয়া হচ্ছে।

Advertisement

সাংবাদিক বিবৃতিতে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গেও কথা বলেছেন জুলি। এই সংঘাতের ফলে যে প্রাণহানি ঘটেছে, তার জন্য আইএমএফের তরফে সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানও চেয়েছেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করা হয়। এর পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। চার দিন টানা দুই দেশের সংঘাত চলে। অবশেষে গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। তবে ভারত-পাক সংঘাত চলাকালীনই পাকিস্তানের ঋণ মঞ্জুর করেছিল আইএমএফ। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এ বার তার কারণ ব্যাখ্যা করলেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement