পাকিস্তানকে বাড়তি ঋণ দেওয়া নিয়ে শুক্রবার বৈঠকে আইএমএফ বোর্ড। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পাকিস্তানকে বাড়তি ঋণ দেওয়া হবে কি না, তা নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ) ঋণ সংক্রান্ত বোর্ড। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত তীব্রতর হয়েছে। ইসলামাবাদের বিরুদ্ধে বার বার সন্ত্রাসে মদত এবং অর্থ সাহায্যের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। শুক্রবারের ওই বৈঠকে পাকিস্তানকে বাড়তি ঋণ দেওয়ার বিরোধিতা করা হবে বলেও জানিয়েছে তারা।
বছর দুয়েক আগে আন্তর্জাতিক অর্থভান্ডারের কাছ থেকে সাতশো কোটি ডলারের ঋণের প্যাকেজ পেয়েছিল পাকিস্তান। অতিমারির পরে ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার অবমূল্যায়ন, ব্যাপক মুদ্রাস্ফীতি এবং জ্বালানির অভাব— এই ত্র্যহস্পর্শে ধুঁকছিল ইসলামাবাদ। সেই সময় আন্তর্জাতিক অর্থভান্ডারের ঋণ পেয়ে খানিক চাঙ্গা হয়েছে পাকিস্তানের অর্থনীতি। কিন্তু তাদের বেশ কিছু শর্তও মানতে হয়েছে। সেই শর্ত পাকিস্তান ঠিকঠাক মেনেছে কি না, তা খতিয়ে দেখা হবে আন্তর্জাতিক অর্থভান্ডারের বোর্ডের বৈঠকে। তার ভিত্তিতেই স্থির হওয়ার কথা, পাকিস্তান বাড়তি ১০০ কোটি ডলারের ঋণ পাবে কি না।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে এ ভাবে ঋণ দেওয়া ঠিক হবে কি না, তা পর্যালোচনা করে দেখার আবেদন জানিয়েছে ভারত। নয়াদিল্লির বক্তব্য, গত তিন দশকে পাকিস্তানকে বহু বার ঋণ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। ঋণের অর্থের সদ্ব্যবহার করেনি পাকিস্তান।
বৃহস্পতিবারই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী বলেছেন, ‘‘আইএমএফ-এ আমাদের এগ্জ়িকিউটিভ ডিরেক্টর রয়েছেন। উনি বৈঠকে ভারতের অবস্থান জানাবেন। এ রকম কত ঋণ যে পাকিস্তানকে দেওয়া হয়েছে। কিন্তু তার ফল কী হয়েছে, আমরা সকলে তা জানি। বোর্ডের সদস্যদের বলব, আপনারা বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করুন।’’