এক যুদ্ধে হিটলার, নেহরু আর মাফিয়ারা!

হলিউডের ফিকশন বা টাইম-মেশিনের কল্পকাহিনি নয়। সত্যিই এক সঙ্গে, একই দিনে যুদ্ধে নামতে চলেছেন এঁরা। রণাঙ্গণ মেঘালয়।

Advertisement

রাজীবাক্ষ রক্ষিত

গুয়াহাটি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৭
Share:

প্রতীকী ছবি।

কংগ্রেসের বিরুদ্ধে লড়তে নামছেন জোড়া নেহরু! অ্যাডলফ হিটলারের আবার মন খারাপ। বিশ্বাসঘাতকতার জন্য লড়াইয়েই নামতে পারেননি!

Advertisement

হলিউডের ফিকশন বা টাইম-মেশিনের কল্পকাহিনি নয়। সত্যিই এক সঙ্গে, একই দিনে যুদ্ধে নামতে চলেছেন এঁরা। রণাঙ্গণ মেঘালয়।

নাম রাখার ব্যাপারে মেঘালয়বাসী বরবারই একটু ভিন্ন পথে হাঁটতে ভালবাসেন। সেই নাম ইতিহাসের বিখ্যাত ব্যক্তির হতে পারে, পারে যে দিন কারও জন্ম সেই দিনের নামে। মাস, কোনও শহর, এমনকী পেশার আদলেও। অ্যাম্বুল্যান্সে জন্ম হওয়ায় হাসপাতালের নাম দেওয়া হয়েছে শিশুকে, রয়েছে তেমন নজিরও। পাইনুরস্লা কেন্দ্রে কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধে নামছেন তেমনই এক জন। ইউডিপি-র নেহরু সুটিং। তিনি একাই নেহরু নন। গাম্বেগ্রে কেন্দ্রের নির্দল প্রার্থীও নেহরু। নেহরু ডি সাংমা।

Advertisement

বাজেংডোবার প্রাক্তন বিধায়ক অ্যাডলফ হিটলার মারাককে এ বার প্রার্থী করেনি কংগ্রেস। মনের দুঃখে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাতেও শিকে ছেঁড়েনি। বিজেপি ওই কেন্দ্রে লড়তে নামিয়েছে অন্য প্রার্থীকে। বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হিটলার।

ভোটের ময়দানে হাজির শহর বা দেশও! আমলারেমে কংগ্রেসের প্রার্থী হল্যান্ড ল্যামিন। ও ছাড়াও ভোটযুদ্ধে রয়েছেন বিজেপির পোল্যান্ডিং সোফো, কাবুল এ সাংমা। লড়ছেন নির্দল প্রার্থী দিল্লিরাম জি মারাক। বাইশ গজের তাবড়রাই বা বাদ যাবেন কেন। এনপিপি-র আছে ইয়ান বথাম কে সাংমা।

ভুতুড়ে বা ভয়-ধরানো নামেরও অভাব নেই প্রার্থী-তালিকায়। মেন্দিপাথার-এ আছেন ফ্রাঙ্কেনস্টাইন ডব্লিউ মোমিন।। এক নির্দল প্রার্থীর নাম বম্বার সিংহ হিনিয়েউটা। ভোটভিক্ষে করছেন মাফিয়ারা সাংমা!

ভোটেও প্রমাণ, নামের ব্যাপারে বড় রংদার মেঘালয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন