Odisha Government

‘জনতার অভিযোগের সমাধান করতে ব্যর্থ’, পুলিশ সুপার-সহ ৯১ সরকারি আধিকারিকের বেতন বন্ধ ওড়িশায়

চিঠিতে বলা হয়েছে যে ‘জনশুনানি’ পোর্টালের মাধ্যমে দায়ের করা অভিযোগগুলি নিয়ে একাধিকবার সুপারিশ, সতর্কবার্তা, প্ররোচনা এবং পর্যালোচনা বৈঠকের পরেও সেগুলির সমাধান করা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২২:৫৩
Share:

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঁঝি। ছবি: পিটিআই।

মুখ্যমন্ত্রীর জনঅভিযোগ সেল (সিএমজিসি)-এ দায়ের করা আমজনতার অভাব-অভিযোগের নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ার কারণে ওড়িশার কটক জেলার ৯১ জন সরকারি কর্মকর্তার বেতন আটকে দেওয়া হল। সেই তালিকায় রয়েছেন কটক (গ্রামীণ) জেলার পুলিশ সুপারও!

Advertisement

বিজেপি পরিচালিত ওড়িশা সরকারের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঁঝির সচিবালয়ের নির্দেশে কটকের অতিরিক্ত জেলাশাসক জেলা ট্রেজারিতে চিঠি পাঠিয়ে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে যে ‘জনশুনানি’ পোর্টালের মাধ্যমে দায়ের করা অভিযোগগুলি নিয়ে একাধিকবার সুপারিশ, সতর্কবার্তা, প্ররোচনা এবং পর্যালোচনা বৈঠকের পরেও সেগুলির সমাধান করা হয়নি। সে কারণেই এই পদক্ষেপ।

পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ওই সরকারি আধিকারিকদের বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। প্রকাশিত খবরে দাবি, সিএমজিসি-র ‘সাপ্তাহিক অভিযোগ নিষ্পত্তি’ বিষয়ক পর্যবেক্ষক তাঁর রিপোর্টে সংশ্লিষ্ট সরকারি অফিসারদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে কড়া পদক্ষেপের সুপারিশ করেছিলেন। তা মেনেই তাঁদের বেতন বন্ধ করা হয়েছে। বিরোধী দল বিজেডির মুখপাত্র লেনিন মোহান্তি বৃহস্পতিবার বলেন, ‘‘এতদিন বিজেপি দাবি করছিল, মুখ্যমন্ত্রী নিজে আমজনতার অভিযোগ শুনে সরাসরি তার নিষ্পত্তি করছেন। সেই দাবি যে অসত্য, তা এ বার প্রমাণিত হল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement