Alcohol

এক এবং দেড় পেগের মদের বোতল পাওয়া যাবে যোগীর রাজ্যে! উত্তরপ্রদেশে দেশি মদ আসছে টেট্রা প্যাকে

নতুন আবগারি নীতিতে মদ এবং ভাঙের দোকানের লাইসেন্স এ বার ই-লটারির মাধ্যমে পাওয়া যাবে। আগের মতো লাইসেন্স নবীকরণের ব্যবস্থা থাকছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার থেকে ৬০ মিলিলিটার এবং ৯০ মিলিলিটারের মদের বোতল পাওয়া যাবে উত্তরপ্রদেশে। ২০২৫-’২৬ অর্থবর্ষের জন্য আবগারি নীতির অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তাতেই ওই ঘোষণা করা হয়েছে। তা ছাড়া যোগী-রাজ্যে কাচের বোতলের বদলে এ বার টেট্রা প্যাকে পাওয়া যাবে দেশি মদ।

Advertisement

বুধবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেখানে আবগারি আইনের সংস্কার নিয়ে আলোচনা হয়। তার পর ঘোষণা করা হয়েছে, নতুন আবগারি নীতিতে মদ এবং ভাঙের দোকানের লাইসেন্স এ বার ই-লটারির মাধ্যমে পাওয়া যাবে। আগের মতো লাইসেন্স নবীকরণের ব্যবস্থা থাকছে না। আর ই-লটারিতে যাঁরা মদ এবং ভাং বিক্রির লাইসেন্স পাবেন, রাজ্যে দু’টির বেশি দোকান করতে পারবেন না তাঁরা।

বৈঠক শেষে উত্তরপ্রদেশের আবগারি মন্ত্রী নিতিন আগরওয়াল বলেন, ‘‘সরকার রেগুলার ক্যাটেগরিতে বিদেশি মদ ৬০ মিলিলিটার (এক পেগ) এবং ৯০ মিলিলিটারের (দেড় পেগ) মদের বোতল আনার অনুমোদন দিয়েছে। এ ছাড়া ভেজাল দেশি মদের বিক্রি রুখতে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হল, দেশি মদ আর কাচের বোতলে পাওয়া যাবে না। টেট্রা প্যাকে বিক্রি হবে।’’

Advertisement

উত্তরপ্রদেশের মন্ত্রী আরও জানান, গত সাত বছরে প্রথম বার সে রাজ্যের সমস্ত দেশি, বিদেশি মদের দোকান এবং ভাঙের দোকান ই-লটারি ব্যবস্থার মাধ্যমে বরাদ্দ হবে। নতুন ব্যবস্থায় এক জন আবেদনকারী কেবল একটি আবেদনপত্র জমা করতে পারবেন এবং কোনও ব্যক্তি রাজ্য জুড়ে দু’টির বেশি মদ বা ভাঙের দোকান খুলতে পারবেন না। বিদেশি মদ, বিয়ার, ওয়াইন ইত্যাদি খুচরো বিক্রির জন্য দোকান চালু হবে। নির্ধারিত বিদেশি মদ এবং বিয়ার বিক্রির জন্য অতিরিক্ত লাইসেন্স ফি-ও নেওয়া হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement