Ajit Pawar Plane Crash

অবতরণের সময় দুর্ঘটনা! কোন বিমানে ছিলেন অজিত পওয়ার? মুম্বইয়ে আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল একই মডেলের বিমান

দুর্ঘটনার সময়ে মাঝারি মাপের ওই চার্টার্ড বিমানটিতে অজিত-সহ পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং দু’জন ছিলেন বিমানকর্মী। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১১:০৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

একটি মাঝারি মাপের চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেল-এর ‘ভিটি-এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটিই বুধবার সকালে ভেঙে পড়ে বারামতীতে।

Advertisement

লিয়ারজেট ৪৫ মডেলের বিমান অতীতেও দুর্ঘটনার কবলে পড়েছিল। জানা যাচ্ছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ানের সময়ে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি লিয়ারজেট ৪৫ বিমান। সেটিতেও অবতরণের সময়েই দুর্ঘটনা ঘটেছিল।

পরবর্তী সময়ে জানা যায়, বিশাখাপত্তনম থেকে উড়ান স্বাভাবিকই ছিল বিমানটির। যাত্রাপথেও কোনও সমস্যা হয়নি। বিপত্তি ঘটে অবতরণের সময়েই। মুম্বই বিমানবন্দরে তখন বৃষ্টি হচ্ছিল। দৃশ্যমানতাও কিছুটা কমে গিয়েছিল। বিমানটি ২৭ নম্বর রানওয়েতে অবতরণের অনুমতি পেয়েছিল। ওই অবতরণের চেষ্টার সময়ই ভেঙে পড়েছিল বিমানটি।

Advertisement

এই মডেলের বিমানগুলিতে দু’টি ইঞ্জিন থাকে। সাধারণত এই বিজ়নেস জেট বিভিন্ন কর্পোরেট এবং ভিআইপি-দের সফরের জন্য ব্যবহৃত হয়। মাঝারি মাপের এই বিমানটি স্বল্প এবং মাঝারি দূরত্বের উড়ানের জন্য উপযুক্ত। মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে ভেঙে পড়া এই লিয়ারজেট ৪৫ বিমানটি পরিচালনা করছিল ‘ভিএসআর ভেঞ্চার্‌স’ নামে এক সংস্থা। সেই ‘ভিএসআর ভেঞ্চার্‌স’-এর বিমান দুর্ঘটনাতেই এ বার মৃত্যু হল মহরাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিতের।

কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। সকাল ৮টায় মুম্বই থেকে ওই চার্টার্ড বিমানে বারামতীর উদ্দেশে রওনা দেন অজিত। অবিভক্ত এনসিপি-র অন্যতম ঘাঁটি বারামতী। সামনেই সেখানে জেলা পরিষদের নির্বাচন রয়েছে। সেই ভোটের প্রচারের উদ্দেশ্যেই বারামতীতে যাচ্ছিলেন তিনি। বুধবার বারামতীতে চারটি সভা করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময়ে আছড়ে পড়ে লিয়ারজেট ৪৫ বিমান। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর।

দুর্ঘটনার সময়ে মাঝারি মাপের ওই চার্টার্ড বিমানটিতে অজিত-সহ পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং দু’জন ছিলেন বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানাচ্ছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে একটি দল বারামতী বিমানবন্দরে পাঠাচ্ছে ডিজিসিএ।

বারামতী বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, ভিটি-এসএসকে বিমানটি রানওয়েতে অবতরণের চেষ্টা করার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। অবতরণের সময়ে রানওয়ের একটি ধারে ভেঙে পড়ে লিয়ারজেট ৪৫। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement