ভারত-বাংলা প্রকল্পের সূচনা

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত-বাংলাদেশ একাধিক প্রকল্পের সূচনা ঘটাবেন আগামিকাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৬
Share:

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত-বাংলাদেশ একাধিক প্রকল্পের সূচনা ঘটাবেন আগামিকাল। এর মধ্যে রয়েছে, আগরতলা-আখাউড়া রেললাইন প্রকল্পের বাংলাদেশের অংশের কাজ এবং বাংলাদেশের শাহবাজপুর থেকে সিলেটের কুলাউড়া পর্যন্ত রেলপথের পুনর্নির্মাণ। এ জন্য আখাউড়া রেল স্টেশনের কাছে আগামিকাল একটি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলাশাসক রেজওয়ানুর রহমান। সেখানে থাকবেন বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক ও অন্য অতিথিরা।

Advertisement

আগরতলা থেকে আখাউড়া মোট ১৫ কিলোমিটার পথ। ভারতের দিকে ৫ কিলোমিটার এবং ও-পারে বাকি ১০ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন পাততে খরচ পড়বে প্রায় ৯৬৮ কোটি টাকা। বরাক উপত্যকার করিমগঞ্জের শাহবাজপুর থেকে বাংলাদেশের সিলেটের কুলাউড়া পর্যন্ত ৪৪.৭৭ কিলোমিটার রেলপথ নতুন করে তৈরি করতে খরচ ধরা হয়েছে ৬৭৮ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement