বাড়ছে ট্রাইব্যুনালের বিচারকদের সুরক্ষা

বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনালের বিচারকদের নিরাপত্তা জোরদার করছে সরকার। ‘স্পর্শকাতর’ ট্রাইব্যুনালগুলিকে এক চত্বরে, একই বাড়িতে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেখানে সিসি ক্যামেরা লাগানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:০৯
Share:

বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনালের বিচারকদের নিরাপত্তা জোরদার করছে সরকার। ‘স্পর্শকাতর’ ট্রাইব্যুনালগুলিকে এক চত্বরে, একই বাড়িতে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেখানে সিসি ক্যামেরা লাগানো হবে। জেলাশাসক, পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।

Advertisement

গোয়ালপাড়া জেলায় দিন পনেরো আগে কয়েকজন আইনজীবী মিলে বিদেশি ট্রাইব্যুনালের এক বিচারককে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। এ ব্যাপারে আজ বিধানসভায় সরকারের বক্তব্য জানতে চেয়েছিলেন বিজেপি বিধায়ক অশোক সিংঘল। উত্তরে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের বিচারকদের নিরাপত্তার দিকটি সরকার বিশেষ ভাবে খতিয়ে দেখছে। প্রতিটি জেলার পুলিশ সুপারদের বলা হয়েছে, বিচারকদের ব্যক্তিগত দেহরক্ষীর নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও যেন করা হয়। তাঁদের বাসভবনেও হোমগার্ড মোতায়েন-সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বিচারকের উপরে হামলার অভিযোগে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে মোট ১০০টি ট্রাইব্যুনাল বিদেশি শনাক্তকরণের কাজ করছে। গোয়ালপাড়ায় এখন মোট ৮টি ট্রাইব্যুনাল কাজ করছে। বিদেশি শনাক্তকরণের ব্যাপারে সরকার কোনও আপসে রাজি নয় বলেও সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। আজ বিনন্দ শইকিয়ার এক প্রশ্নের জবাবেও সরকারের পক্ষ থেকে একই কথা জানানো হয়েছে। সরকারের দাবি, বর্তমানে রাজ্যে বিদেশি শনাক্তকরণের কাজ পূর্ণগতিতে চলছে। বিষয়টি অতি স্পর্শকাতর বলে বুঝেশুনে এগোচ্ছেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন