Aadhaar

ইন্ডিয়ান অয়েল থেকে ফাঁস হচ্ছে আধার তথ্য, দাবি গবেষকের

গ্যাসের সংযোগ নেওয়ার জন্য জমা দিতে হয় আধার কার্ড। কিন্তু, ইন্ডিয়ান অয়েলের কাছ থেকে ফাঁস হয়ে গিয়েছে কয়েক হাজার আধার তথ্য।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৩
Share:

গ্যাসের সংযোগ নেওয়ার জন্য জমা দিতে হয় আধার কার্ড। কিন্তু, ইন্ডিয়ান অয়েলের কাছ থেকে ফাঁস হয়ে গিয়েছে কয়েক হাজার আধার তথ্য। এমনই দাবি করলেন এক ফরাসি গবেষক।

Advertisement

এলিওট অ্যান্ডারসন নামক ওই ফরাসি গবেষক তাঁর ব্লগে লিখেছেন, প্রায় ৬.৭ মিলিয়ন গ্রাহকের আধার তথ্য ইন্ডিয়ান ওয়েলের কাছে রয়েছে। ওই ফরাসি গবেষকের দাবি, তথ্য ফাঁস হয়ে যাওয়ার ফলে গ্রাহকদের নাম-ঠিকানা এবং আধার নম্বর ফাঁস হয়ে গিয়েছে। অ্যান্ডারসনের আরও দাবি, প্রায় তথ্য ফাঁস হয়েছে প্রায় ১১ হাজার গ্রাহকের। তাঁর দাবি, গ্রাহকদের ঠিকানা-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

যদিও, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আধার কর্তৃপক্ষ।

Advertisement

আরও পড়ুন: বিয়ের শোভাযাত্রা নিহত জওয়ানদের শ্রদ্ধায় উৎসর্গ করলেন হবু দম্পতি

আরও পড়ুন: ‘প্রমাণ ছাড়াই অভিযোগ ভারতের’, পুলওয়ামা বিস্ফোরণের দায় অস্বীকার ইমরানের

ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল ফোনের নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি নিয়ে বিতর্কের অন্ত নেই। সাইবার-দস্যুদের লাগাতার হানার দাপটে নাগরিকদের তথ্য নিয়ে নিরাপত্তার প্রশ্নও উঠছে হামেশাই। যদিও কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা বাহিনীর এই ধরনের প্রশ্ন বা বিতর্ককে আমল দিতে রাজি নন। তাদের দাবি, সব ক্ষেত্রে বিপদ এড়াতে উন্নত প্রযুক্তি এবং দক্ষতা প্রয়োজন। নিরাপত্তা কী ভাবে বাড়ানো যায়, তা নিয়ে নিয়মিত অনুশীলনও চলে। এর জন্য রয়েছে সাইবার সমন্বয় কেন্দ্র। কিন্তু, অ্যান্ডারসনের এই দাবি সত্য হলে নিঃসন্দেহ বিতর্ক বাড়তে চলেছে।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন