Mehul Choksi

জেলে থাকবে খাট-বিছানা, নজর রাখবেন ডাক্তার! মেহুল চোকসীকে ফেরাতে চেয়ে বেলজিয়ামকে আশ্বাস কেন্দ্রের

গত এপ্রিলে বেলজিয়ামে গ্রেফতার হয়েছিলেন ঋণখেলাপি ভারতীয় ব্যবসায়ী চোকসী। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১২ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি এখন বেলজিয়ামের জেলে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২
Share:

মেহুল চোকসি। — ফাইল চিত্র।

ঋণখেলাপি মেহুল চোকসীর জন্য জেলে খাটের ব্যবস্থা থাকবে। অসুস্থতার কারণে দিন-রাত নজর রাখবেন চিকিৎসকেরা। যথেষ্ট পরিচ্ছন্নতার ব্যবস্থাও রাখা হবে। বিচারের জন্য চোকসীকে দেশে ফেরাতে চেয়ে বেলজিয়ামকে এই আশ্বাসই দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

গত এপ্রিলে বেলজিয়ামে গ্রেফতার হয়েছিলেন ঋণখেলাপি ভারতীয় ব্যবসায়ী চোকসী। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১২ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি এখন বেলজিয়ামের জেলে রয়েছেন। তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে সে দেশের আদালতে। ভারত তাঁকে দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চালাতে চায়। ৬৬ বছরের চোকসীর আইনজীবী তাঁকে আটক করার বিরুদ্ধে সওয়াল করে জানিয়েছেন, তাঁর মক্কেল ক্যানসারে আক্রান্ত। তিনি অসুস্থ। তাই তাঁকে আটক করা উচিত নয়।

বেলজিয়াম প্রশাসনকে একটি চিঠি দিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে জানিয়েছে, দেশে ফেরানোর পরে জেলে কী ব্যবস্থা রাখা হবে চোকসীর জন্য। চিঠিতে জানানো হয়েছে, মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকে রাখা হবে চোকসীকে। জেলের কুঠুরিতে থাকবে মোটা পরিচ্ছন্ন গদি (ম্যাট্রেসও বলা যেতে পারে)। বালিশ, চাদর, কম্বলও দেওয়া হবে। তাঁর অসুস্থতার কারণে প্রয়োজনে ধাতব বা কাঠের খাটও দেওয়া হতে পারে।

Advertisement

যে কুঠুরিতে চোকসী থাকবেন, সেখানে যথেষ্ট আলো-বাতাস রয়েছে। চোকসীর ব্যক্তিগত জিনিসপত্র রাখার ব্যবস্থাও থাকবে। চিঠিতে আরও বলা হয়েছে, চোকসীকে পরিচ্ছন্ন পানীয় জল, পুষ্টিকর খাবার দেওয়া হবে। কুঠুরিতে এক ঘণ্টা ব্যায়াম করতে পারবেন তিনি। বিনোদনের ব্যবস্থাও থাকবে। দিনরাত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন চিকিৎসকেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি এই আশ্বাসও দিয়েছে, যে মুম্বইয়ের ওই জেল নিয়মিত পরিষ্কার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement