India-Australia Trade Deal

ট্রাম্পের জন্য কমেছে পণ্য রফতানির পরিমাণ, লোকসান এড়াতে ‘বন্ধু’ দেশের সঙ্গে বাণিজ্যচুক্তির পথে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে পণ্য রফতানি মার খেয়েছে। এ বার সেই ক্ষত মেরামত করার লক্ষ্যে ‘বন্ধু’ দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করার পথে হাঁটতে চলেছে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১১:১৪
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে পণ্য রফতানি মার খেয়েছে। এ বার সেই ক্ষত মেরামত করার লক্ষ্যে বন্ধু দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করার পথে হাঁটতে চলেছে ভারত। একই পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার সরকারেরও। শনিবারই অস্ট্রেলিয়ার মেলবোর্নে সে দেশের বাণিজ্যমন্ত্রী ডন ফারেলের সঙ্গে দেখা করেছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সেই বৈঠকে দুই দেশই অর্থনৈতিক বোঝাপড়া সংক্রান্ত বিষয় দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

Advertisement

অস্ট্রেলিয়া ভারত এবং আমেরিকা— দুই দেশেরই মিত্ররাষ্ট্র। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের একাধিপত্য রুখতে চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’-এ আমেরিকা ছাড়া রয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। তবে মিত্ররাষ্ট্র হলেও ট্রাম্পের শুল্কনীতিতে রুষ্ট অস্ট্রেলিয়াও। সে দেশের পণ্যেও ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউস। আর ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ফলে আমেরিকায় পণ্য রফতানি বাধাপ্রাপ্ত হচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন দেশের উৎপাদকেরা। এই পরিস্থিতিতে ভারত এবং অস্ট্রেলিয়া চাইছে পণ্য রফতানির জন্য নতুন নতুন ঠিকানা খুঁজে বার করতে।

‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সরকার মনে করেছিল, ২০২৩ সালের মধ্যেই ভারতের সঙ্গে প্রায় মুক্ত একটি বাণিজ্যচুক্তি করে ফেলা যাবে। নানা কারণে তা আর হয়নি। তবে সম্প্রতি দুই দেশই এই বিষয়ে তৎপর হয়েছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ২৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ১২ হাজার কোটি টাকা)। মুক্ত বাণিজ্যচুক্তিতে উভয়েই লাভবান হবে বলে মনে করছে দুই দেশই। অন্য দিকে, নিউ জ়িল্যান্ডের সঙ্গেও বাণিজ্যচুক্তির পথে হাঁটতে চলেছে ভারত। গত সপ্তাহে অস্ট্রিলিয়ার পাশাপাশি সে দেশেও গিয়েছিলেন গয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement