India-China

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে তিনটি নতুন রানওয়ে তৈরি করছে চিন

সেনা সূত্রে খবর, চিনের হোটান বায়ুসেনা ঘাঁটির কাছে অন্তত তিনটি রানওয়ে তৈরি করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ০২:০৮
Share:

ছবি: পিটিআই।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চিন অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে বলে সামরিক সূত্রে খবর। অন্য দিকে ভারতীয় সেনা উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে আরও কমান্ডো বাহিনী লাদাখে পাঠাচ্ছে বলেও জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনা অফিসার।

Advertisement

সেনা সূত্রে খবর, চিনের হোটান বায়ুসেনা ঘাঁটির কাছে অন্তত তিনটি রানওয়ে তৈরি করা হচ্ছে। সেখানে একটি বড় অস্ত্রশস্ত্রের ঘাঁটিও তৈরি করছে চিনা সেনা। কারাকোরাম গিরিপথ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত হোটান ঘাঁটি। সেখান থেকে লাদাখের প্যাংগং সো-র ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব ৩০০ কিলোমিটার।

এক সেনা অফিসারের কথায়, ‘‘চিনের সঙ্গে সেনার ব্রিগেডিয়ার স্তরে আলোচনা প্রায় ব্যর্থ। চিনা সেনা দখল করা এলাকা ছাড়তে রাজি নয়। বরং গত সপ্তাহে আমরা যে এলাকা দখল করেছি তা ছেড়ে যেতে আমাদের চাপ দিচ্ছে চিন। আমাদের ধারণা, আলোচনার আড়ালে চিন আসলে দ্রুত নির্মাণকার্য চালাচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন: মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ছুঁতে পারে ডিসেম্বরে

সেনা সূত্রের খবর, উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে কমান্ডো বাহিনীর চারটি ইউনিট লাদাখে পাঠাচ্ছে ভারতীয় সেনা। তাদের মধ্যে প্যারা কমান্ডোর ইউনিটও রয়েছে।লাদাখের রাজনীতিক সাজ্জাদ হুসেন কার্গিলের মতে, ‘‘কোভিড আর সীমান্তে উত্তেজনার ফলে দু’মুখো চাপে পড়েছেন লাদাখবাসী। প্রতিদিনই সীমান্তে নতুন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নয়াদিল্লির উচিত কূটনৈতিক পথে দ্রুত উত্তেজনা কমানোর চেষ্টা করা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন