corona

India Covid bulletin: সামান্য বাড়লেও তিন লক্ষের নীচেই রইল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বৃদ্ধি সংক্রমণের হারেও

করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে আমেরিকার পরই ভারত। ভারতে চার কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা সাত কোটির বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১০:৫১
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

পাঁচ দিন পর মঙ্গলবার দেশে করোনা সংক্রমণ নেমেছিল তিন লক্ষের নীচে। বুধবারও তা অব্যাহত রইল। তবে মঙ্গলবারের তুলনায় বাড়ল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন, দু’লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। মঙ্গলবার যা ছিল দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। যা মঙ্গলবারের তুলনায় বেশি। সংক্রমণের হার ১৬.১৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৭.৩৩ শতাংশ। এ ক্ষেত্রেও সংক্রমণের হার মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বেড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৭২ কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লক্ষ ৬৯ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ১৬৩ কোটি ৫৮ লক্ষ টিকা দেওয়া হয়েছে।

Advertisement

করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে আমেরিকার পরই রয়েছে ভারত। দেশে এখনও পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা সাত কোটিরও বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন