India-US LPG Deal

রান্নাঘরে সুলভে গ্যাস পৌঁছোতে আমেরিকার সঙ্গে ‘ঐতিহাসিক চুক্তি’ স্বাক্ষর মোদী সরকারের! কী জানালেন পেট্রোলিয়ামমন্ত্রী

দেশে পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ‘ঐতিহাসিক চুক্তি’ স্বাক্ষর করল ভারত। সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৪:১৮
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

দেশে পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ‘ঐতিহাসিক চুক্তি’ স্বাক্ষর করল ভারত। সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে এক বছরের একটি চুক্তি করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এক বছরের এই চুক্তিতে ২০২৬ সালে মোট ২২ লক্ষ টন এলপিজি ভারতে আমদানি করা হবে।

Advertisement

আমেরিকার সঙ্গে হওয়া এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন পেট্রোলিয়ামমন্ত্রী। তিনি জানান, দেশের মানুষের কাছে সুলভে এলপিজি পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ। চুক্তির খুঁটিনাটি বিষয় নিয়ে পুরী জানান, আমেরিকার উপসাগরীয় এলাকা, অর্থাৎ টেক্সাস, মিসিসিপি, আলাবামা কিংবা ফ্লরিডার মতো জায়গা থেকে গ্যাস আমদানি করা হবে ভারতে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ভারতে এক বছরে মোট যত পরিমাণ গ্যাস আমদানি করা হয়, এ বার তার ১০ শতাংশ আনা হবে আমেরিকা থেকে।

ভারতকে এলপিজি-র ‘অন্যতম বৃহৎ’ এবং ‘দ্রুত সম্প্রসারণকারী বাজার’ বলে অভিহিত করেন পেট্রোলিয়ামমন্ত্রী। সেই বাজার প্রথম বার আমেরিকার জন্য খুলে গেল বলে জানান তিনি। একই সঙ্গে পুরী জানান, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম গ্যাসের দাম ৬০ শতাংশ বেড়ে গেলেও আমদানিকারক দেশের সংখ্যা বৃদ্ধি করে মূল্যবৃদ্ধিতে রাশ টেনে রেখেছে কেন্দ্র। সমাজমাধ্যমে মন্ত্রী লেখেন, “গ্যাস সিলিন্ডারের দাম ১১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। কিন্তু মোদীজি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আশ্বস্ত করেছেন যে, উজ্জ্বলা যোজনার উপভোক্তারা মাত্র ৫০০-৫৫০ টাকায় সিলিন্ডার পাবেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement