(বাঁ দিকে) বেঞ্জামিন নেতানিয়াহু এবং আয়াতোল্লা আলি খামেনেই (ডান দিকে)। —ফাইল চিত্র।
ইরানে বসবাসকারী ভারতীয়দের তেহরান ছাড়ার পরামর্শ দিল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে ইরানে বসবাস সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়। জানানো হয় যে, তেহরানের ভারতীয় দূতাবাসের সহায়তায় ওই শহর থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের পক্ষে সম্ভব, তাঁদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সত্বর তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে তিনটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলি হল +৯৮ ৯০১০১৪৪৫৫৭, +৯৮ ৯১২৮১০৯১১৫ +৯৮ ৯১২৮১০৯১৯০। যে কোনও পরিস্থিতিতে ওই নম্বরগুলিতে ফোন করতে বলা হয়েছে। তেহরানে কোনও ভারতীয় থেকে থাকলে, তাঁকে তাঁর অবস্থান জানাতে বলা হয়েছে।
ইরানে পড়াশোনার জন্য থাকেন প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়া। কর্মসূত্রে থাকেন বহু অনাবাসী ভারতীয়ও। ইরান-ইজ়রায়েল সংঘাত শুরু হওয়ার পরেই তেহরানে একাধিক বার ক্ষেপণাস্ত্র হানা হয়েছে। রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের পড়ুয়াদের হস্টেলের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আহত হন দুই ভারতীয় পড়ুয়া। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। তার পর থেকেই তাঁদের উদ্ধার করার জন্য ভারতীয় দূতাবাসের কাছে আর্জি জানাচ্ছিলেন ওই পড়ুয়ারা।
সোমবারই ওই পড়ুয়াদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানের কাছে আর্জি জানিয়েছিল নয়াদিল্লি। প্রত্যুত্তরে ইরান জানায়, আকাশপথ বন্ধ থাকায় আপাতত বিমানে ভারতে যাওয়ার উপায় নেই। তবে স্থলবন্দর দিয়ে ইরান ছাড়তে পারবেন ভারতীয় পড়ুয়ারা। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম দফায় ১১০ জন ভারতীয়কে ইরান থেকে সরিয়ে এনে আর্মেনিয়ায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাঁদের স্থলপথে ভারতে আনা হবে।