পাকিস্তানকে এফ-১৬ কেন, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

ওবামার পাকিস্তানকে আটটি এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে বেজায় অসন্তুষ্ট ভারত। এমনকি অসন্তোষটা সরাসরি বুঝিয়ে দিতে নয়াদিল্লিতে তলব করা হল মার্কিনি রাষ্ট্রদূত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৪
Share:

ওবামার পাকিস্তানকে আটটি এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে বেজায় অসন্তুষ্ট ভারত। এমনকি অসন্তোষটা সরাসরি বুঝিয়ে দিতে নয়াদিল্লিতে তলব করা হল মার্কিনি রাষ্ট্রদূত।

Advertisement

বিদেশ মন্ত্রকের তরফে রীতিমত বিবৃতি জারি করে জানানো হয়েছে ‘‘ওবামা প্রশাসনের পাকিস্তানকে আটটি যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে আমরা হতাশ। এই অস্ত্রের জোগান সন্ত্রাস কমাবে বলে যে দাবি মার্কিনি সরকার করছে আমরা সেটা মানি না।’’ শনিবার বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

নয়াদিল্লির মতে, গত কয়েক বছর সীমান্তের ও পারে পাকিস্তান যে ভাবে সন্ত্রাসবাদকে মদত জুগিয়ে এসেছে তার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি ধোপে টেকে না।

Advertisement

যদিও ওবামা প্রশাসনের যুক্তি তাদের পাকিস্তানকে যুদ্ধ বিমান বেচার সিদ্ধান্ত উপমহাদেশের মৌলিক সামরিক ভারসাম্য মোটেও নষ্ট করবে না। উল্টে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে।

আরও পড়ুন-পাকিস্তানে নকল তাজ বানিয়ে হামলার মহড়া! ফের বিস্ফোরক হেডলি


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন