হিংসা বাড়ছে, অসুখী ভারত, বার্তা প্রণবের

এ দিন প্রণববাবু জানান, আর্থিক বৃদ্ধি বা মাথাপিছু আয় বাড়লেও সুখের সূচকে ক্রমশ নামছে দেশ। সমাজ হঠাৎই হিংসাত্মক হয়ে উঠছে। প্রায় রোজই সংবাদমাধ্যমে সেই সব ভয়ানক ঘটনা উঠে আসছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০৩:৪৩
Share:

প্রণব মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

আর্থিক বৃদ্ধিতে বিশ্বে দ্রুততম। অর্থনীতির মাপেও ছ’নম্বরে। তবু হাসি নেই অসুখী ভারতের। হিংসাত্মক ঘটনা রোজ বাড়ছে। বৃহস্পতিবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বারের সভায় ফের এই বার্তা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আরএসএসের মঞ্চ থেকেও অনেকটা একই রকম বার্তা দিয়েছিলেন তিনি।

Advertisement

এ দিন প্রণববাবু জানান, আর্থিক বৃদ্ধি বা মাথাপিছু আয় বাড়লেও সুখের সূচকে ক্রমশ নামছে দেশ। সমাজ হঠাৎই হিংসাত্মক হয়ে উঠছে। প্রায় রোজই সংবাদমাধ্যমে সেই সব ভয়ানক ঘটনা উঠে আসছে।

কিন্তু শুধুমাত্র আইনরক্ষকদের দায়িত্ব দিলেই এ সবের সমাধান হবে না বলে মত প্রণববাবুর। তাঁর কথায়, ‘‘সেটা অন্ধকার ঘরে কালো বেড়াল খোঁজার সামিল।’’ নিছক আর্থিক উন্নয়নের পরিসংখ্যানের বাইরে গিয়ে সে জন্য সার্বিক ভাবে সামাজিক উন্নয়নের উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। শিল্পমহলকেও তাঁর বার্তা, শুধু মুনাফা নয়, নজর দিতে হবে সার্বিক উন্নয়নে।

Advertisement

পাশাপাশি ধারাবাহিক উন্নয়নের উপরও জোর দেন তিনি। বিশ্ব ব্যাঙ্কের সমীক্ষায় সম্প্রতি ফ্রান্সকে পিছনে ফেলে বিশ্বে ষষ্ঠ বৃহৎ অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত। প্রাক্তন রাষ্ট্রপতির মতে, কয়েক বছর বা কয়েক দশক নয়। বরং এটি গত সাত দশকেরও বেশি সময়ের উন্নয়ন ও পরিকল্পনার সাফল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement