Jammu and Kashmir

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ ভারতীয় সেনার! জখম তিন জওয়ান, জম্মু ও কাশ্মীরের জঙ্গলে দফায় দফায় চলছে গুলির লড়াই

কিশ্তওয়ারের সিংপোরা এলাকা পাহাড়ি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পান জওয়ানেরা। ওই খবর পেয়েই অভিযানে নামেন সেনার হোয়াইট নাইট্‌স কর্প্‌স-এর জওয়ানেরা। ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গলের মধ্যে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ শুরু করেন সেনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২১:২৬
Share:

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর অভিযান। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির ল়়ড়াইয়ে জখম হলেন জওয়ানেরা। ভারতীয় সেনার অন্তত তিন জন জওয়ান জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রবিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় সেনার। জঙ্গিদের সঙ্গে টানা গুলির লড়াইয়ে জখম হন তিন জওয়ান। ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের হত্যা করতে আরও বাহিনী পাঠানো হয়েছে কিশ্তওয়ারের পাহাড়ি জঙ্গলে।

Advertisement

কিশ্তওয়ারের সিংপোরা এলাকা পাহাড়ি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পান জওয়ানেরা। ওই খবর পেয়েই অভিযানে নামেন সেনার হোয়াইট নাইট্‌স কর্প্‌স-এর জওয়ানেরা। ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গলের মধ্যে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ শুরু করেন সেনা। আধিকারিক সূত্রে পিটিআই জানাচ্ছে, তল্লাশির সময়েই একটি দল জঙ্গিদের মুখোমুখি হয়। দুই-তিন জন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে ছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সূত্রের দাবি, তাঁরা পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জঈশ-এ-মুহাম্মদ-এর সদস্য। জওয়ানদের দেখতে পেয়েই এলোপাতারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ছোড়ে গ্রেনেডও। পাল্টা দেয় ভারতীয় সেনাও। সূত্রের খবর, কিশ্তওয়ারের ওই জঙ্গলে এখনও চলছে গুলির লড়াই।

জঙ্গিদের ছোড়া বোমার স্‌প্লিন্টারের আঘাতে জখম হন তিন জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ওই জঙ্গিদের হত্যা করতে জঙ্গলে আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনা জওয়ানের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধাসেনা (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের বাহিনীও। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। আধিকারিক সূত্রে খবর, জঙ্গলের মধ্যে জঙ্গিদের সঙ্গে বেশ কয়েক দফায় গুলির লড়াই চলেছে নিরাপত্তা বাহিনীর। জঙ্গিদের খুঁজে বার করতে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। জঙ্গলে নিয়ে আসা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement