Indian Army

এসএসসির মাধ্যমে নয়া নিয়োগের বিজ্ঞপ্তি সেনাবাহিনীর

৫৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। শর্ট সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে। আগ্রহীরা ৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৫:৫৬
Share:

ছবি: শাটারস্টক

৫৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। শর্ট সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে। আগ্রহীরা ৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

Advertisement

এর জন্য আবেদনকারীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। এ ছাড়াও এনসিসির সিনিয়র স্তরে অন্তত দুই বছরের শিক্ষাবর্ষ পূর্ণ করতে হবে আবেদনকারীদের। এনসিসির ‘সি সার্টিফিকেট’ পরীক্ষায় ন্যূনতম ‘বি’ গ্রেড পেতেই হবে আবেদনকারীদের।

যদিও যুদ্ধক্ষেত্রে নিহত বা গুরুতর আহত কোনও সেনাবাহিনীর পরিবারের কেউ আবেদন করতে চাইলে সে ক্ষেত্রে মান্যতা প্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হলেই তিনি আবেদন করার যোগ্য হিসেবে বলে বিবেচিত হবেন।

Advertisement

আরও পড়ুন: বিমানে চড়তে আর লাগবে না বোর্ডিং পাস

১ জুলাই, ২০১৯-এর মধ্যে যাঁদের বয়স ১৯ থেকে ২৫ এর মধ্যে, তাঁরাই আবেদন করতে পারবেন এই শূণ্যপদের জন্য। এনসিসি পুরুষদের জন্য ৫০টি এবং মহিলাদের জন্য ৫টি শূন্যপদ নির্দিষ্ট করা আছে। প্রাথমিক বাছাইয়ের পর এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হবে। ইন্টারভিউ হবে ইলাহাবাদ, ভোপাল, কপূরথালা এবং বেঙ্গালুরুতে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ হবে চেন্নাইয়ের ‘অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি’-তে।

আরও পড়ুন: মধ্যবিত্তের মন পেতে কি এ বার আয়করে ছাড়? জোর জল্পনা অন্তর্বর্তী বাজেটে

এর জন্য আগ্রহী প্রার্থীদের ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইট http://joinindianarmy.nic.in তে গিয়ে আবেদন করতে হবে। সরাসরি আবদেন করবার জন্য এই লিংকে ক্লিক করুন: https://joinindianarmy.nic.in/alpha/login.htm

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন