পাক হানায় নিহত সেনা

তিনি মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা। পুঞ্চেই পাক হামলায় নিহত হয়েছেন ছোড়া মর্টারে নিহত হয়েছেন ৪০ বছরের এক মহিলাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ০৩:৩৫
Share:

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান। সেনা জানিয়েছে, আজ বিকেল পাঁচটা নাগাদ পুঞ্চের কৃষ্ণগতি সেক্টরে হামলা চালায় পাক সেনা। সংঘর্ষে জগরাম সিংহ তোমর নামে এক জওয়ান নিহত হন।

Advertisement

তিনি মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা। পুঞ্চেই পাক হামলায় নিহত হয়েছেন ছোড়া মর্টারে নিহত হয়েছেন ৪০ বছরের এক মহিলাও।
নাম রাকিয়া বি। পাক সেনার একটি মর্টার শেল গিয়ে পড়ে গোলাদ কারলান গ্রামের বাসিন্দা মহম্মদ সাবিরের বাড়ির কাছে। নিহত হন তাঁর স্ত্রী রাকিয়া।

রাতে শোপিয়ানের জাইনাপোরা এলাকার অবনীরা গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে বাহিনীর। গোয়েন্দা সূত্রে খবর, ওই গ্রামে হিজবুলের চার কম্যান্ডার আলতাফ কাচরু, সাদ্দাম পাদ্দার, জিনাতুল ইসলাম, উমর মাজিদ ও ইয়াসিন ইট্টু থাকতে পারে বলে জানতে পেরেছে সেনা। হিজবুল নেতারা বৈঠকে বসেছে জানতে পেরেই অভিযান চালিয়েছে সেনার রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ। সংঘর্ষে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement