Indian Team in T20I World Cup 2026

শুভমনকে ছাঁটাইয়ের পর বিশ্বকাপে ভারতের ওপেনার কে, দলে জায়গা হবে কি রিঙ্কুর, কোন ১১ জনকে খেলাবেন কোচ গম্ভীর

৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁদের মধ্যে প্রথম একাদশে খেলবেন কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১২:২৮
Share:

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময় চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়ক শুভমন গিলকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন উইকেটরক্ষক জিতেশ শর্মাও। বদলে রিঙ্কু সিংহ ও ঈশান কিশন দলে জায়গা পেয়েছেন। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে প্রতিযোগিতা। এই ১৫ জনের মধ্যে ভারতের প্রথম একাদশে কাদের খেলাবেন কোচ গৌতম গম্ভীর, তা খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।

Advertisement

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে যে দল খেলেছে, তাতে খুব বেশি বদল হবে না। সেই দলের অন্তত ১০ জন বিশ্বকাপে খেলবেন। একটি জায়গা নিয়েই জল্পনা চলছে। তা হল আট নম্বর। সেখানে এক ব্যাটার, না অলরাউন্ডার, কাকে খেলাবেন গম্ভীর? কোচের পছন্দ অলরাউন্ডার হলেও ব্যাটারের দিকে তাকাতে পারেন তিনি। কারণ, ভারতের টি-টোয়েন্টি দলে অনেক ব্যাটার রয়েছেন যাঁরা বল করতে পারেন। ফলে অতিরিক্ত ব্যাটার খেলানোর ঝুঁকি নেওয়া যেতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ:

১) অভিষেক শর্মা— টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার। প্রথম বল থেকে চালিয়ে খেলতে পারেন। একার হাতে খেলার ছবি বদলে দিতে পারেন। পাশাপাশি বাঁহাতি স্পিনটাও খারাপ করেন না অভিষেক। প্রয়োজন পড়লে এক-দু’ওভার করতে পারবেন তিনি।

Advertisement

২) সঞ্জু স্যাসমন— দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে বুঝিয়ে দিয়েছেন, তাঁকে দলের বাইরে রাখলে ভুল করবে ভারত। বিশ্বকাপে অভিষেকের সঙ্গে সঞ্জুই ওপেন করবেন। পাশাপাশি উইকেটরক্ষকও থাকবেন তিনিই।

৩) তিলক বর্মা— ভারতের টি-টোয়েন্টি দলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিলক। বিশ্বকাপেও তিন নম্বরে দেখা যাবে এই বাঁহাতি ব্যাটারকে। পাশাপাশি নিজের বোলিংয়ের দিকেও নজর দিচ্ছেন তিনি।

৪) সূর্যকুমার যাদব— ভারতের অধিনায়ক। ফর্মে না থাকলেও তাঁর উপর ভরসা রেখেছেন গম্ভীরেরা। চার নম্বরে নামেন তিনি। তবে বিশ্বকাপের আগে ব্যাটে রান চাইছেন সূর্য।

৫) হার্দিক পাণ্ড্য— ফর্মে রয়েছেন। শেষ দিকে বিধ্বংসী ব্যাট করছেন। পাশাপাশি ভারতের পেস আক্রমণে বড় ভূমিকা নিতে পারেন হার্দিক।

৬) শিবম দুবে— হার্দিকের মতোই তাঁরও ভূমিকা ফিনিশারের। এই বাঁহাতি ব্যাটার ঝোড়ো ব্যাট করতে পারেন। পাশাপাশি চাইলে তাঁকে দিয়ে এক-দু’ওভার বল করাতে পারবেন সূর্য।

৭) রিঙ্কু সিংহ— দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ছিলেন না। কিন্তু বিশ্বকাপের দলে তাঁকে নেওয়া হয়েছে। এর আগে ভারতীয় দলে ফিনিশারের ভূমিকা পালন করতেন তিনি। রিঙ্কু থাকলে নীচের দিকে একজন ব্যাটার পাবে ভারত। যদি টপ অর্ডার ব্যর্থ হয় তা হলে রিঙ্কু ইনিংস সামলাতে পারবেন। পাশাপাশি স্পিন বলটাও করতে পারেন তিনি।

৮) অক্ষর পটেল— দলের সহ-অধিনায়ক। প্রয়োজনে তাঁকেও ব্যাটিং অর্ডারে উপরে নামানো যায়। আবার পাওয়ার প্লে-র মধ্যে বল করারও অভিজ্ঞতা রয়েছে অক্ষরের।

৯) অর্শদীপ সিংহ— ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। নতুন ও পুরনো বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ভারতের এই বাঁহাতি পেসার।

১০) জসপ্রীত বুমরাহ— ভারতের হয়ে তিন ফরম্যাটে সেরা বোলার। যে কোনও পরিস্থিতিতে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি থাকলে ডেথ ওভারে সুবিধা পাবে ভারত।

১১) বরুণ চক্রবর্তী— চলতি বছর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। তাঁর রহস্য এখনও কেউ ভেদ করতে পারেননি। মাঝের ওভারে উইকেট নেওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement