Rohit Sharma on Retirement

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি খেলবেন রোহিত? বিজয় হজারেতে নামার আগে কোচ গম্ভীরকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন শর্মা

এক দিনের ক্রিকেটে ছন্দে রয়েছেন রোহিত শর্মা। তিনি কি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে খেলার কথা ভাবছেন? এক দিনের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রোহিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১১:০৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন। গত দু’টি সিরিজ়ে রান পেয়েছেন। ছন্দে রয়েছেন রোহিত শর্মা। তবে এখনও ২০২৭ সালের বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত নয়। তিনি কি বিশ্বকাপে খেলার কথা ভাবছেন? রোহিত জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কোনও ভাবনা তাঁর নেই।

Advertisement

রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, বিশ্বকাপের দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মেনে বিজয় হজারেতে মুম্বইয়ের হয়ে নামবেন রোহিত। তার আগে গুরুগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

রোহিত জানিয়ে দিয়েছেন, যত দিন সম্ভব তিনি খেলে যেতে চান। তিনি বলেন, “আমার জীবনে শুরুটা কঠিন ছিল। কিন্তু এক বার ছন্দ পেয়ে যাওয়ার পর, এক বার বিমানে বসে পড়ার পর তা আর নীচে নামেনি। সেটাই আসল। আমি চাই না, খুব তাড়াতাড়ি সেই বিমান নীচে নামুক। আমি এখনও উপরেই থাকতে চাই।”

Advertisement

কেন বিমানের উদাহরণ দিয়েছেন, তা-ও জানিয়েছেন রোহিত। তিনি বলেন, “সকলেই প্রায় বিমানে চেপেছেন। তাই বিমানের উদাহরণ দিয়েছি। বিমান যখন ৩৫-৪০ হাজার ফুট উপরে উঠে যায়, তখন সকলে নিশ্চিন্তে থাকে। খাওয়া-দাওয়া করে ঘুমোয়। জীবনও তাই। এক বার ছন্দ পেয়ে গেলে সেখানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য অবতরণটাও গুরুত্বপূর্ণ। তবে সেটা নির্ভর করছে আপনি কখন অবতরণ করতে চাইছেন। আমার এখন তেমন কোনও ইচ্ছা নেই।”

রোহিতের টেস্ট থেকে অবসরের নেপথ্যে অনেকেই কোচ গৌতম গম্ভীরের হাত দেখেন। তাঁদের অভিযোগ, জোর করে রোহিতকে অবসর নিতে বাধ্য করেছেন গৌতি। টেস্ট থেকে অবসর নিলেও এক দিনের ক্রিকেটে গত দু’টি সিরিজ়ে রোহিত দেখিয়েছেন, তাঁর ব্যাটে এখনও রান আছে। অস্ট্রেলিয়ায় সিরিজ়ের সেরা হয়েছেন। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভাল খেলেছেন। আইসিসি-র এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। নিজের ফিটনেস নিয়েও খেটেছেন তিনি। ওজন ঝরিয়েছেন। রোহিত বুঝিয়ে দিচ্ছেন, এখনই অবসরের ভাবনা নেই। ব্যাটের পাশাপাশি এ বার মুখেও সেই বার্তা গম্ভীরকে দিলেন তিনি।

পাশাপাশি রোহিত আরও জানিয়েছেন, ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে হেরে অবসরের কথা ভেবেছিলেন তিনি। সেই বিশ্বকাপে রোহিত অধিনায়ক ছিলেন। ফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। ফাইনালে ওই হার মেনে নিতে পারেননি রোহিত। খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। রোহিতের কথায়, “আমার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের। সেটা না হওয়ায় বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। শরীরে আর কোনও শক্তি বেঁচে ছিল না। দু’মাস লেগেছিল ধাক্কা থেকে ফিরে আসতে।”

কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। সেই বিশ্বকাপের কথা ভেবেই অবসর নেননি রোহিত। শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতে তাঁর স্বপ্নও পূরণ হয়। রোহিত বলেছেন, “কোনও কাজে অনেক সময় বিনিয়োগ করার পরেও ফলাফল না পেলে খুব হতাশ লাগে। আমার সঙ্গেও সেটাই হয়েছিল। তবে এটাও জানতাম, জীবন শেষ হয়নি। কী ভাবে হতাশা কাটিয়ে আবার ফিরে আসতে হয় সেই শিক্ষা পেয়েছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement